1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারে স্বচ্ছতা চায় আন্তর্জাতিক সম্প্রদায়

১ এপ্রিল ২০১০

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে স্বচ্ছতা চায় আন্তর্জাতিক সম্প্রদায়৷ আইনমন্ত্রী বলেছেন, বিচার অবশ্যই স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের হবে৷ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসিলিয়ানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷

https://p.dw.com/p/Ml4V
বিজয় দিবসের একটি অনুষ্ঠানে শিল্পীরা৷ছবি: AP

বৃহস্পতিবার আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে রেনেটা আইনমন্ত্রীকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় চায় যুদ্ধাপরাধের বিচার হোক স্বচ্ছ৷ এবং বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানের হয়৷

জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানেরই হবে৷ কারণ আন্তর্জাতিক আইনেই বিচার হচ্ছে৷ তিনি জানান, যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির জন্য তদন্ত সংস্থা নিয়োগ করা হয়েছে৷

অন্যদিকে যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ডয়চে ভেলেকে বলেন, গোলাম আযম এবং তার সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে৷ তিনি বলেন, ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালতে যাদের প্রতীকী বিচার হয়েছিল তাদের সবাইকেই অভিযুক্ত করা হবে৷ কারণ গণ আদালতে তাদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল৷

যুদ্ধাপরাধের বিচার নিয়ে সারা দেশ এখন সতর্কবাস্থায় রয়েছে৷ এমনকি বড় ধরণের নাশকতার আশঙ্কাও করছে আইন-শৃংখলা বাহিনী৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক