1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিচার বিভাগের জবাবদিহিতা সংসদের কাছে’

২১ জানুয়ারি ২০১১

বিচার বিভাগকে সংসদের কাছেই জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি ’৭২-এর সংবিধান অনুযায়ী সংসদের কাছেই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি করেছেন৷

https://p.dw.com/p/100bK
সুরঞ্জিত সেনগুপ্তছবি: Harun Ur Rashid Swapan

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বক্তব্যের বিরোধিতা করে আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বিচার বিভাগ তথা সুপ্রিম কোর্টকে সংসদের কাছে জবাবদিহি করতে হবে৷ তিনি প্রধান বিচারপতির বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘‘প্রধান বিচারপতি বলেছেন সার্বভৌম ক্ষমতার অধিকারি জনগণ৷ বিচার বিভাগের জবাবদিহিতা জনগণের কাছে৷ অন্য কারুর কাছে নয়৷'' সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘‘তাই যদি হয় তাহলে জনগণ জবাবদিহিতা নিশ্চিত করবে কীভাবে৷ এটাতো আর প্রাচীন গ্রীক গণতন্ত্র নয় যে একটি শহরে ১৬ কোটি লোক এক হয়ে সিদ্ধান্ত দিল৷ জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের নির্বাচিত করেন৷ আর সংসদের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়৷ জনগণ জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদকে দায়িত্ব দিয়েছে৷''

তিনি বলেন, সংসদ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ সমান বা পরিপূরক হতে পারেনা৷ সংবিধানেই নির্দিষ্ট করে দেয়া আছে কোন বিভাগ কার কাছে দায়বদ্ধ৷ সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদ সংসদের কাছে দায়বদ্ধ৷ আর ১৯৭২ সালের সংবিধানে কোন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিলনা৷ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকেই দেয়া ছিল৷ সামরিক ফরমানের মাধ্যমে তার পরিবর্তন হয়েছে৷ সেই সব সামরিক আইন, ফরমান বাতিল হয়েছে৷

গত একমাস ধরে সংসদ আর বিচার বিভাগের এই বিতর্ক চলছে৷ বিতর্কের শুরু হয় সংসদীয় কমিটিতে সুপ্রিমকোর্টের বিচারপতিদের ডাকা যাবে কি-না সেই প্রশ্নে৷ সংসদীয় কমিটিতে ডাকা হলে সরকারের কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক করার একটি আইন প্রণয়ন এখন প্রক্রিয়াধীন আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন