বিজ্ঞানের খবর কার না ভালো লাগে? | পাঠক ভাবনা | DW | 18.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিজ্ঞানের খবর কার না ভালো লাগে?

‘ভিন্ন জগতের সন্ধান দিচ্ছে ড্রোন': আবারও ডয়চে ভেলের এই প্রতিবেদনটি খুব মনোযোগ দিয়েই পড়েছি৷ প্রতিবেদনটি যত পড়ছি ততই ভালো লাগছে৷ কারণ বিজ্ঞানের খবর জানতে কার না ভালো লাগে!

এই প্রতিবেদনটি আজ পড়তে গিয়ে আমার এক ছোটবেলার গল্পের কথা মনে পড়ে গেল৷ গল্পটির নাম মহাপতঙ্গ৷ ডয়চে ভেলের অনেক পাঠক বন্ধুই হয়ত এই মজার গল্পটি পড়েছেন৷ এ রকম সুন্দর প্রতিবেদনের জন্য আমি ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাচ্ছি৷ আশা করছি আগামীতেও আপনাদের কাছে থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো৷

‘পৃথিবীর দুর্লভ কিছু ফুল' যার কোনো তুলনা নেই, তাকে বলা হয় অতুলনীয়৷ ঠিক তেমনি ডয়চে ভেলের কোনো তুলনা হয় না৷ কারণ ডয়চে ভেলে থেকে অদ্ভুত অদ্ভুত খবর পাই বলেই আমরা একে বেশি পছন্দ করি৷ আমাদের অবাক করে দেয় প্রতিবেদনগুলো৷ অচেনা অজানা কোনো তথ্য পড়তে আমার দারুণ লাগে৷ বিশ্বের সবচেয়ে সুন্দর ফুল এবং দুর্লভ কিছু ফুলের পরিচয় জানতে পেরে আমার খুব ভালো লাগছে৷ একটি ফুল যে প্রতিদিন রং বদলায়, তাও জানতে পারলাম এই প্রতিবেদন থেকে৷ এভাবেই লিখেছেন এমএ বারিক,ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ থেকে৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন বিধান চন্দ্র টিকাদার৷ তিনি লিখেছেন, ‘‘জলবায়ু পরিবর্তন বিষয়ক লেখাগুলো আমার খুব ভালো লাগে এবং সর্বশেষ তথ্যগুলো আমার খুব উপকারে আসে৷ এ বিষয়ে আইপিসিসি সহ অন্যান্য সংস্থার তথ্য আপনাদের ওয়েবসাইটে তুলে ধরবেন৷'' ঢাকার গুলশান থেকে বিধান চন্দ্র টিকাদার৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন