1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয় দিবসে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি

১৬ ডিসেম্বর ২০১০

বিজয় দিবসে সারা দেশের মানুষ দাবি তুলেছেন যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের জন্য৷ তাদের কথা, এই বাংলায় যুদ্ধাপরাধীদের কোন ঠাঁই হবেনা৷

https://p.dw.com/p/QdAH
জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণীর মানুষের ঢল নামেছবি: Harun Ur Rashid Swapan

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি বাংলাদেশের ৪০তম বিজয় দিবসের আগমননী মুহূর্তটি জানিয়ে দেয়৷ আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷

জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণীর মানুষের ঢল নামে৷ মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্য শ্রদ্ধা আর ভালবাসার ফুল হাতে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তরুণ-যুবা, শিশু সবাই হাজির হন৷ স্মৃতিসৌধে সবশ্রেণীর মানুষ দাবি তোলেন যুদ্ধাপরাধের দ্রুত বিচারের৷ এমনকি স্মৃতিসৌধে যাওয়া বিদশীরাও তাদের সঙ্গে কন্ঠ মেলান৷ তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে৷ যুদ্ধ হবে অর্থনৈতিক মুক্তির, শোষণ মুক্তির৷

Bildcombo Sheikh Hasina und Khaleda Zia
বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াছবি: AP/DW

স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণের পর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জনতার দাবির সঙ্গে একমত হয়ে বলেন, শিগগিরই শুরু হবে যুদ্ধাপরাধের বিচার৷ যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে৷ আরো অনেক যুদ্ধাপরাধী গ্রেফতার হবে৷

বিজয় দিবসের নানা আয়োজনের মধ্যে ছিল তিন বাহিনীর কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সর্ম্বধনা, মুক্তিযোদ্ধা সমাবেশ, বিজয় মিছিলসহ আরো অনেক আয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক