1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতর্কের মাঝেই সানিয়ার বাসায় হঠাৎ হাজির মালিক

৩ এপ্রিল ২০১০

বিয়ে নিয়ে বিতর্কের মাঝেই সানিয়া মির্জার বাসায় শনিবার হঠাৎ করেই হাজির হলেন পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক৷ তবে কী কারণে মালিকের এই উপস্থিতি তা অবশ্য জানা যায়নি৷

https://p.dw.com/p/MmjQ
সানিয়া মির্জাছবি: AP

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে, সানিয়ার বাসার বারান্দায় মালিককে টেলিফোনে কথা বলতে দেখা গেছে৷ আর পেছনে সানিয়া ও তাঁর মা-কে দেখা গেছে উত্তপ্ত বাক্য বিনিময় করতে৷

এদিকে পাকিস্তানের শীর্ষস্থানীয় চ্যানেল জিও টিভি মালিকের পারিবারিক সূত্রের উল্লেখ করে বলেছে যে, বিয়ের অনুষ্ঠান হবে দুবাইতে৷ এর আগে তা অনুষ্ঠিত হবার কথা ছিল ভারতে৷ কারণ হিসেবে বলা হয়েছে, শিবসেনার নেতা বাল ঠাকরের হুমকি ও আয়েশার পরিবারের কারণেই মালিকের পরিবার ভারতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের বিপক্ষে৷

Shoaib Malik
শোয়েব মালিকছবি: AP

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের এই দুই তারকার বিয়ের ঘোষণা প্রচারিত হবার পর থেকেই আয়েশার পরিবার দাবি করে আসছে যে, মালিকের সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে হয়েছিল ২০০২ সালে৷ দাবিকে জোরালো করতে তাঁরা বিয়ের কাবিননামাও প্রকাশ করেছে, যেখানে বর হিসেবে মালিকের স্বাক্ষর রয়েছে৷

সানিয়া মির্জাকে বিয়ে করার আগে আয়েশাকে প্রকাশ্যে তালাক দেয়ার দাবি জানিয়েছে আয়েশার পরিবার৷ নইলে মালিকের বিরুদ্ধে মামলার করার হুমকি দিয়েছে তাঁরা৷ তবে মামলার হুমকিতে ভয় না পেয়ে উল্টে তাঁরাই এখন আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মালিকের ভগ্নিপতি ইমরান জাফর মালিক৷

ওদিকে শিবসেনা নেতা বাল ঠাকরে বর হিসেবে একজন পাকিস্তানিকে বেছে নেয়ায় সানিয়ার তীব্র সমালোচনা করেছেন৷ কারণ তাঁর মতে, বিয়ের পর সানিয়া আর ভারতীয় থাকবেন না৷

তবে এতোসব আলোচনার মধ্যে সানিয়া মির্জা তাঁর হবু বরের পক্ষ নিয়েছেন৷ টুইটারে তিনি লিখেছেন যে, তাঁর পরিবার সবকিছু জেনেশুনেই এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে৷ সানিয়া বলেন, তিনি কোনোদিন ভাবেন নি যে, বিয়ের আগে মেহেদী ছাড়া আর অন্য কিছু নিয়ে তাঁকে চিন্তা করতে হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন