1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় নিলেন প্রধান বিচারপতি

১৮ মে ২০১১

বাংলাদেশে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করছেন বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক৷ তিন বলেছেন, তাঁরা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রায়ের মাধ্যমে এ বিষয়টি পরিষ্কার করছেন৷

https://p.dw.com/p/11IaX
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ফাইল ফটোছবি: DW/Harun Ur Rashid Swapan

ত্রয়োদশ সংশোধনীর রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলেও আগামি ২টি জাতীয় নির্বাচন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় করার সুপারিশ রয়েছে৷ তাই আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসবে বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নামই সবার আগে আসছে৷ কিন্তু বিরোধী দল বিএনপি এরি মধ্যে জানিয়ে দিয়েছে, এবিএম খায়রুল হককে তারা কোনভাবেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মেনে নেবেনা৷ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকরা এনিয়ে বিদায়ী প্রধান বিচারপতিকে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, সময়ই বলে দেবে কে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন৷ তারা রায়ের মধ্য দিয়েই সবকিছু স্পষ্ট করেছেন৷

বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদ না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সংসদই সিদ্ধান্ত নেবে ৷

বিদায়ী প্রধান বিচারপতি বলেন, আগে আদালতের রায় নিয়ে তেমন সমালোচনা হতনা৷ কিন্তু এখন অবস্থার পরিবর্তন হচ্ছে৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতের রায় নিয়ে বিতর্ক এবং আলোচনা হচ্ছে৷ এটি শুভ লক্ষণ৷

এদিকে আজ নতুন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন শপথ নেবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য