1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশিনীর গলায় ‘ওরে নীল দরিয়া'

২০ ফেব্রুয়ারি ২০১৭

অসাধারণ তাঁর গলা৷ বাংলা ভাষা ঠিক কতটা জানেন বোঝা না গেলেও গানটার সুর তুলেছেন নিপুনভাবে৷ বলছি এক সুইডিশ তরুণীর কথা, যিনি গেয়েছেন ‘ওরে নীল দরিয়া' গানটি৷

https://p.dw.com/p/2Xsks
Bangladesch Cox’s Bazar - Zwei Inseln
ছবি: DW/M. Mamun

সারেং বউ ছবির কারণেই গানটি সম্ভবত পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা৷ ছবিতে অভিনেতা ফারুককে দেখা যায় গানটিতে ঠোঁট মেলাতে৷ গানটির মাধ্যমে একজন সারেংয়ের ঘরে ফেরার ব্যাকুলতা ফুটিয়ে তোলা হয়েছিল৷ গানটি গেয়েছিলেন আব্দুল জব্বার৷

বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীত পরিচালক ও সুরকার আলম খানের ‘ওরে নীল দরিয়া' গানটি এবার শোনা গেলে সুইডিশ তরুণী টুফি'র গলায়৷ যতটা সম্ভব আসল সুরেই গানটি গাওয়ার চেষ্টা করেছেন তিনি, যদিও বাংলা উচ্চারণের কয়েক জায়গায় খানিকটা এলোমেলো করে ফেলেছেন তিনি৷ তা সত্ত্বেও গানটি তাঁর গলায় বেশ মানিয়েছে৷

ইউটিউবে ইতোমধ্যে লক্ষাধিকবার গানটি দেখা হয়েছে৷ অনেকে এটি শেয়ার করেছেন ফেসবুকে৷ ভালো লাগলে আপনিও বন্ধুদের জানাতে ভুলবেন না কিন্তু৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য