1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহীদের কবল থেকে ইকুয়েডরের প্রেসিডেন্টকে উদ্ধার

১ অক্টোবর ২০১০

ইকুয়েডরের বিদ্রোহী পুলিশবাহিনীর কাছ থেকে প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে উদ্ধার করেছে তাঁর অনুগত সৈন্যরা৷ আহত অবস্থায় একটি হাসপাতালে আশ্রয় নিলে সেখানেই তাঁকে আটকে ফেলেছিল বিদ্রোহীরা৷

https://p.dw.com/p/PRpz
প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াছবি: AP

এই উদ্ধার অভিযানে দুই পুলিশ নিহত এবং ৩৭জন আহত হয়েছে৷

বৃহস্পতিবার দিনের প্রথমার্ধে সরকারের পরিকল্পিত বেতনহ্রাসের প্রতিবাদে বিদ্রোহী পুলিশ সদস্যরা সাময়িকভাবে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরটি দখল করে নিয়েছিল৷ তারা হামলা চালিয়েছিল কংগ্রেস ভবনে৷ প্রেসিডেন্টের বাসভবনে হামলা পরিচালনা করেছিল তারা৷ এ ঘটনায় প্রেসিডেন্ট কোরেয়া সামান্য আহত হন এবং একটি হাসপাতালে আশ্রয় নেন৷

সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, পুলিশ হাসপাতালে আশ্রয় নেয়া প্রেসিডেন্টকে হত্যা করতে চেয়েছিল বিদ্রোহীরা৷ প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন প্রেসিডেন্ট৷ এরপর অনুগত সৈন্যদের নিয়ে গড়া বিশেষ বাহিনী রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে তাঁকে উদ্ধার করেন৷ তিনি এখন তাঁর বাসভবনে রয়েছেন৷

Ecuador Protest Ausnahmezustand
ছবি: AP

তাঁর বাড়ির সামনে হাজার হাজার সমর্থক জমায়েত হলে তাদের উদ্দেশ্য প্রেসিডেন্ট বলেন, তিনি কোন ধরণের চাপের কাছে মাথা নীচু করবেন না৷ তিনি এই ঘটনাকে তাঁকে ক্ষমতা থেকে অপসারণের একটি ষড়যন্ত্র এবং অভ্যুত্থান হিসাবে উল্লেখ করেন৷

ঐ ঘটনার পর প্রতিবেশী দেশ পেরু এবং কলম্বিয়া ইকুয়েডরের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়৷ সংবাদসংস্থাগুলো জানাচ্ছে, বিদ্রোহের অবসান হয়েছে৷ বিদ্রোহীদের অনেকেই আটক হয়েছে৷ তাদেরকে রাজধানী কিটোর পুলিশ কারাগারে রাখা হয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন