1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনামূল্যের মধুচন্দ্রিমা থেকে সাবধান!

২৫ মে ২০১০

বিনামূল্যে মধুচন্দ্রিমা! তাও আবার সমুদ্রবেষ্টিত নিউজিল্যান্ডে! সাধ্য কার এই প্রস্তাবটি ফিরিয়ে দেয়ার? অন্তত বেশ কিছু নবদম্পতির ক্ষেত্রে ব্যাপারটা তো এমনই৷ সমস্যাটি সেখানেই৷

https://p.dw.com/p/NVzp

বয়স বিশের কোটায়৷ হুট করে বিয়ে৷ তারপর নিয়ম অনুসারে মধুচন্দ্রিমা৷ কিন্তু কোথায় যাওয়া যায়? এই প্রশ্নের উত্তর নিয়ে যখন মাথা ঘামানো ঠিক তখনি দারুণ এক অফার নিয়ে সামনে হাজির ট্যুর অপারেটর কোম্পানি৷ ‘যাও নিউজিল্যান্ড, ঘুরে এসো, কাটিয়ে এসো কিছুটা একান্ত সময়৷ একেবারে ফ্রি৷'

সব ঠিকঠাক৷ ভিসা টিকেট সব করে দেবে ট্যুর অপারেটর৷ কেবল বিমানে ওঠার আগে হাতে ধরিয়ে দেবে একটা প্যাকেট৷ এটা দিতে হবে কাউকে৷ অবুঝ তরুণ দম্পতি জেনেও নিলো না কি আছে তাতে৷ বিপদটা সেখানেই৷ তাইওয়ানের মাদক ব্যবসায়ীরা নব দম্পতিকে বানিযে ফেললো মাদক বহনকারী৷

এভাবেই ফি বছর নবদম্পতিদের নিয়ে নিউজিল্যান্ডে পাচার করা হচ্ছে বিশেষ ধরণের মাদক মেথামফিটামাইন৷ সেখানে সংক্ষেপে এই মাদকের নাম ‘পি'৷ নিউজিল্যান্ডে এই মাদকের ছোবল যে কোন সময়ের চেয়ে বেশী৷ তরুণ সমাজ এই মাদকে আসক্ত হয়ে পড়ছে৷ ফলে সোচ্চার হয়েছে পুলিশ এবং কাস্টমস কর্মকর্তারা৷ জানিয়েছেন, মূলত চীন থেকে তাইওয়ান, তারপর নিউজিল্যান্ড - এই হচ্ছে এই মাদকের রুট৷ তারা ইতিমধ্যে বেশ কয়েকটি চালান আটক করেছেন৷ সম্প্রতি এমন এক বড় চালানের সন্ধান পেয়েছেন৷ প্রায় আট কেজি ‘পি' নিয়ে আসা হয়েছিল সেখানে৷ এছাড়া এই তো কয়েকদিন আগে ধরা পড়েছে কয়েক জোড়া দম্পতি৷ যারা বলেছেন, তারা কিছুই জানতেন না৷ বিমানে ওঠার আগে তাদের কাছে দেয়া হয়েছে৷ এর মধ্যে কি আছে, তা তারা জানতেন না৷

বেচারি! এখন আইন অনুসারে বিচার হবে তাদের৷ আর নিউজিল্যান্ডে মাদক বহনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড৷ ভেবেছিলেন মুফতে মধুচন্দ্রিমা করবেন.. থাকবেন কোন সমুদ্রবিলাস কেন্দ্রে, কিন্তু ভাগ্যের কি পরিহাস... মধুচন্দ্রিমা হাজতে!

অতএব ফ্রি মধুচন্দ্রিমা থেকে সাবধান; অন্তত এই বার্তাই কর্মকর্তারা পাঠিয়েছেন তাইওয়ানে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী