1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনোদনের রেকর্ড ভাঙলো দক্ষিণ আফ্রিকা

১৩ জুন ২০১০

দক্ষিণ আফ্রিকার ৮৫ লক্ষ মানুষ টেলিভিশনের প্রাক-বিশ্বকাপ কনসার্ট দেখেছেন, যা সেদেশের জন্য একটা রেকর্ড৷ বিশ্বকাপ ভালোয়-ভালোয় শুরু হওয়া তাঁরা বেশ নিশ্চিন্ত বোধ করছেন৷

https://p.dw.com/p/NpUv
উল্লাসরত ফুটবলপ্রেমীদের একাংশছবি: picture-alliance/dpa

শুধু বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবেই নয়, বিনোদনের জগতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা৷ উদ্বোধনী অনুষ্ঠানের এক দিন আগে বৃহস্পতিবার সোয়েটো'র ওর্লান্ডো স্টেডিয়ামে যে কনসার্ট আয়োজন করা হয়েছিল, টেলিভিশনের পর্দায় সেই অনুষ্ঠান দেখেছেন দক্ষিণ আফ্রিকার প্রায় ৮৫ লক্ষ মানুষ – যা একটা রেকর্ড৷ বিশ্বকাপের আগে পর্যন্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে যাবতীয় সংশয়ের কারণে দেশের মানুষের মনে যে দুশ্চিন্তা ছিল, এই কনসার্ট ও উদ্বোধনী অনুষ্ঠানের সাফল্যের পরই তা অনেকটা কেটে গেছে৷ সূচনা ভালোভাবে হওয়ায় মানুষ অনেকটা নিশ্চিন্ত হয়ে খেলা দেখায় মন দিচ্ছেন৷

Flash-Galerie WM Fans
জার্মান ফুটবল ভক্তদের উল্লাসছবি: picture-alliance/dpa

নোবেলজয়ী বিশপ ডেসমন্ড টুটু বৃহস্পতিবারের কনসার্ট ও উদ্বোধনী অনুষ্ঠানে বাজনার তালে তালে বাকিদের সঙ্গে নৃত্যে যোগ দিয়েছিলেন৷ বিশ্বকাপের আয়োজনে যে প্রায় ৫০০ কোটি ডলার ব্যয় হচ্ছে, সেবিষয়ে সমালোচনার জবাবে টুটু বলেন, ‘‘অনেকে বলেছেন, বাড়িঘর তৈরি করতে এই অর্থ ব্যয় করা যেতো৷ কিন্তু মানুষ তো শুধু রুটি খেয়ে বাঁচে না৷ এমন কিছুর প্রয়োজন আছে, যা প্রেরণা যোগায় – যা আমাদের বলে, তুমিও কিছু করে দেখাতে পারো৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী