1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিন লাদেন হত্যার মিশন নিয়ে হলিউড ছবির প্রস্তুতি

৩ মে ২০১১

ওসামা বিন লাদেনকে হত্যা করার আগেই তার উপর একটি ছবি নির্মাণের বিষয়টি নিয়ে কাজ করছিলেন অস্কার জয়ী পরিচালক ক্যাথরিন বিগেলো৷ এবার লাদেন সত্যিই নিহত হবার পর তাঁর পরিকল্পিত ছবি নতুন এক মোড় নেবে ধরে নেয়া যায়৷

https://p.dw.com/p/1184z
ওসামা বিন লাদেনকে হত্যা করার আগেই তার উপর একটি ছবি নির্মাণের প্রস্তুতি চলছিলছবি: AP

ক্যাথরিন বিগেলো৷ ২০১০ সালে ‘দ্য হার্ট লকার' ছবির জন্য তিনি তাঁর প্রাক্তন স্বামী, ‘অবতার'খ্যাত পরিচালক জেমস ক্যামেরন'কে হারিয়ে জিতে নেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার৷ বিগেলো ইতোমধ্যেই আল কায়েদা নেতাকে ধরার আগের এক ব্যর্থ অভিযানের আলোকে অ্যাকশনধর্মী ছবি করার বিষয়টি নিয়ে কাজ করছিলেন৷ নামও ঠিক করে ফেলেছিলেন: ‘কিল বিন লাদেন'৷ কিন্তু সোমবার পাকিস্তানে মার্কিন কমান্ডো অভিযানে বিন লাদেন নিহত হবার পর এখন ছবিটি নিয়ে নতুন করে আবার ভাবতে হবে তাঁকে৷

এখন প্রশ্ন হচ্ছে, বিন লাদেন যেহেতু মারা গেছেন, সেহেতু আগে থেকেই শুরু করা প্রকল্পটির কী হবে?

Oscars 2010 Kathryn Bigelow NO FLASH
ক্যাথরিন বিগেলো,‘দ্য হার্ট লকার' জিতে নেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডছবি: picture alliance / landov

তবে চিত্রনাট্যকার মার্ক বোল-এর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই৷ তিনি এখনও পাণ্ডুলিপি নিয়ে কাজ করে যাচ্ছেন৷ এবং পাকিস্তানে সোমবারের ৪০ মিনিটের লাদেন হত্যা অভিযানকে অবশ্যই সেখানে জুড়ে দেওয়া হবে৷

তবে এই নতুন পরিস্থিতিতে বিন লাদেনকে নিয়ে ছবি করার ধুম পড়ে যেতে পারে৷ দ্য হলিউড রিপোর্টার বলছে: ‘‘বিন লাদেনকে হত্যার মার্কিন মিশনের খুঁটিনাটি তথ্য বেরিয়ে আসছে৷ ফলে আগামী কয়েক সপ্তাহে তাকে নিয়ে টন বিন লাদেন প্রকল্প দেখা যাবে৷ এখন প্রশ্ন -সম্ভাব্য প্রতিযোগীদের আগেই কি বিগেলো তাঁর ছবি শেষ করে ফেলতে পারবেন?

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক