1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপাশার মুখে গোয়াকে গালি, খেপে লাল শিবসেনা

৭ এপ্রিল ২০১১

গোয়ার ওপরে ছবি৷ ছবির নাম ‘দম মারো দম'৷ ছবির নায়িকা বাঙালিনী বিপাশার মুখে গোয়ারই নিন্দা৷ ফলে খেপেছে শিবসেনা, রুষে উঠেছেন গোয়ার নাগরিকরা৷ কেঁপে উঠেছে বলিউডের উঠোন৷

https://p.dw.com/p/10p5B
বিপাশা মানেই বিতর্কছবি: Eros International

‘দম মারো দম' এর ট্রেলার কিন্তু রে রে করে চলছে টিভিতে৷ তাতে দেখা যাচ্ছে, বিপাশার ঠোঁটেই সেই বিতর্কিত ডায়ালগ, মানে সংলাপ৷ গোয়াতে দাঁড়িয়েই নায়িকা বলছে, ‘গোয়ায় মদ বেশ শস্তা৷ কিন্তু মেয়ে আরও শস্তা৷' ব্যস! এমনিতেই বলিউডের ছবিতে গোয়াকে স্রেফ মোদো মাতালদের আড্ডা আর দুশ্চরিত্র নারীতে ভরা একটা ফুর্তি করার জায়গা হিসেবে দেখানো হয় বলে গোয়ার মানুষের একটা ক্ষোভ ছিল৷ এখন এই নতুন সংলাপে তারা একেবারে খেপে উঠেছেন৷

খেপে ওঠার প্রমাণ মিলছে একের পর এক বিক্ষোভে৷ গোয়ায় শিবসেনার শীর্ষ নেতা ফিলিপ ডি'সুজা বুধবার পানাজিতে আয়োজিত এক বিক্ষোভে স্লোগান তুলেছেন, গোয়ার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা চলবে না৷ তাঁদের দাবি, অবিলম্বে ওই ‘দম মারো দম' ছবি থেকে বিতর্কিত ডায়ালগটি ছেঁটে ফেলতে হবে৷ তা নাহলে তারা ছবির মুক্তি দেবে আটকে৷

Bipasha basu
চরত্রের প্রয়োজনেই সংলাপছবি: Eros Entertainment

আরও গড়াচ্ছে বল৷ গোয়ার একমাত্র মহিলা বিধায়ক ভিক্টোরিয়া ফার্নান্ডেজ আজ বৃহস্পতিবার গোয়া বিধানসভায় বিষয়টি উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরাও গোয়ার মেয়েদের সম্ভ্রম রক্ষায় যথেষ্ট উদ্যোগ না নেওয়ার অভিযোগ আনবে একজোটে৷ ফলে সবকিছু মিলিয়ে বিপাকে পড়ার জোর আশঙ্কা ‘দম মারো দম'- এর৷

কী কুক্ষণেই না বিপাশার মুখে এই বিতর্কিত সংলাপখানা বসিয়েছিলেন ছবির পরিচালক! গোটা ইউনিট সেই দুশ্চিন্তাতেই মশগুল৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন