1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিভিন্ন ভাষায় শেক্সপিয়ারের নাটক

২১ জানুয়ারি ২০১১

২০১২ সালের অলিম্পিকস গেমস হতে চলেছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে৷ সেখানে আয়োজক দেশ হিসেবে নিজেদেরকে আরও তুলে ধরতে ইংল্যান্ড কাজে লাগাতে চাইছে ইংরেজ কবি এবং নাট্যকার শেক্সপিয়ারের নাটককে৷

https://p.dw.com/p/100Q5
ব্রিটেন, অলিম্পিক, শেক্সপিয়ার, নাটক, গ্লোব থিয়েটার, ব্রিটিশ, ইংল্যন্ড, বিশ্বনন্দিত, জুলিয়াস সিজার, The London 2012 cultural Olympiad
পোর্ট্রেট উইলিয়াম শেক্সপিয়ারছবি: picture-alliance / imagestate/HIP

ব্রিটেনে অলিম্পিক গেমস শুরুর আগে থেকেই আরবি, স্প্যানিশ এবং উর্দূসহ বিভিন্ন ভাষায় চরিত্রায়ণ করা হবে উইলিয়াম শেক্সপিয়ারের ৩৮টি নাটক৷ আর বৃহস্পতিবার এইকথা জানিয়েছে লন্ডনে শেক্সপিয়ারের ‘গ্লোব' থিয়েটার৷ ছয় সপ্তাহব্যাপী বিশেষ এই আয়োজন করছে এই নাট্যশালাটি৷

বিশ্বনন্দিত এই নাট্যকারের জন্ম ১৫৬৪ সালের ২৩ এপ্রিল৷ তাই আগামী বছর ২৩ এপ্রিল থেকে শুরু হবে বিভিন্ন ভাষায় তাঁর নাটকগুলির প্রদর্শন৷ এই নাটকগুলির মধ্যে উর্দূ ভাষায় মঞ্চস্থ করা হবে ‘দ্য টেমিং অফ দ্য শ্রু'৷ যেখানে ক্যাথারিনের চরিত্রে অভিনয় করবেন পাকিস্তানি টেলিভিশন তারকা নাদিয়া জামিল৷ অস্ট্রেলিয়ার আদিবাসীদের ভাষায় চরিত্রায়ণ করা হবে বিখ্যাত ট্র্যাজেডি নাটক ‘কিং লিয়ার'৷ অন্যান্য নাটকগুলোর মধ্যে ইটালিয়ান ভাষায় অভিনয় করা হবে ‘জুলিয়াস সিজার'৷ ‘দ্য টেম্পেস্ট' আরবি ভাষায় এবং ‘লাভস লেবারস লস্ট' নাটকটি মঞ্চস্থ করা হবে ব্রিটিশ ইশারা ভাষায়৷

Rumänien Theater Sold out
আধুনিক সময়েও দারুণ প্রাসঙ্গিক শেক্সপিয়ার৷ তাঁর একটি নাটকের আধুনিক প্রতীকে মঞ্চায়নের দৃশ্য৷ছবি: Münchener Kammerspiele/Andrea Huber

গ্লোব এর আর্টিস্টিক ডিরেক্টর ডোমিনিক ড্রমগুল বলেন, ‘‘গ্লোব লন্ডনের প্রাণকেন্দ্রে এক আন্তর্জাতিক শেক্সপিয়ার সম্প্রদায় সৃষ্টি করবে৷'' এই আয়োজনটি ‘দ্য লন্ডন টু থাউজেন্ড টুএলভ কালচারাল অলিম্পিয়াড' প্রকল্পের একটি অংশ৷ যে প্রকল্প গড়ে তোলা হয়েছিলো অলিম্পিকস আয়োজনের জন্য ২০০৮ সালেই৷ গ্লোব নাট্যশালার পুর্ননির্মাণও হবে৷ যে নাট্যশালাটি ১৬১৩ সালে আগুনে পুড়ে গিয়েছিলো৷ এবং তার আগে যেখানে শেক্সপিয়ারের অনেক নাটক মঞ্চস্থ করা হয়েছিলো৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়