1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানবন্দরে বডিস্ক্যানিং

৩ ফেব্রুয়ারি ২০১০

সন্ত্রাসীদের হামলা প্রতিরোধ করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলো হাতে নিয়েছে বিমানবন্দরগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা৷ বডিস্ক্যানিং তারই অংশ৷

https://p.dw.com/p/LrA9
বডি স্ক্যানারে এভাবেই দেখা হবে সবাইকেছবি: AP

ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাস দমন বিষয় নিয়ে কাজ করছেন জ়িল দো ক্যারশভ৷ তিনি জানালেন, শুধু যান্ত্রিক কলাকৌশল নয় বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে আরো অনেক কিছু জড়িত৷ আমাদের আরো কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের ডেটা সংগ্রহ, পি এন আর ডেটা৷ আরো রয়েছে পুলিশ ইনফরমেশন, ইন্টেলিজেন্স বিষয়ক তথ্য৷ যেমন ধরা যাক, কারো পাসপোর্ট হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, কে ভিসা পেয়েছে বা কার ভিসা প্রত্যাখান করা হয়েছে সেসব৷

জার্মানিতে পুলিশ ইউনিয়ন নিরাপত্তার এসব কলাকৌশল প্রসঙ্গে সমালোচনা করেছে৷ পুলিশ ইউনিয়নের প্রধান ইয়োজেফ শয়রিং জানান, ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার পুরো ব্যবস্থাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ বিশেষ করে বিমানবন্দর, বিমানযাত্রী, প্লেন - সবকিছুই৷ বেশ বড় ধরণের পার্থক্য চোখে পড়বে৷ এয়ার সিকিউরিটির পুরো বিষয়টি হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর জায়গা৷ এর সঙ্গে জড়িত সামাজিক পদক্ষেপগুলির স্তর নেমে গেছে অনেকাংশে৷ কাজের যে ধরণের মান দাবি করা হয় সে তুলনায় পারিশ্রমিক খুবই কম৷ পুরো ব্যবস্থাই গোলমেলে৷ কাজের সঙ্গে মানুষের বা তার লক্ষ্যের কোন মিল এখানে নেই৷

Newark - Sicherheitspanne Flughafen
নিরাপত্তার বেড়াজালে আটকে পড়া যাত্রীছবি: AP

পুলিশ ইউনিয়ন জোর দিচ্ছে দক্ষ এবং যোগ্য কর্মীর৷ যাদের ট্রেনিং দিয়ে নিরাপত্তার বিষয়ে আরো দক্ষ করা যেতে পারে, যাদের বিমানবন্দরে নিয়োগ করা যেতে পারে৷ জার্মান সংসদ সদস্য আলেকজান্ডার আলভারোর মতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বেশ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে৷ তিনি বললেন, ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর থেকেই আমরা এ নিয়ে কাজ করছি কিন্তু কোন এক জায়গায় এসে আটকে যাচ্ছি৷ সমস্যা সেখানেই৷ এর অর্থ হল ১০ বছর ধরে যে কাজ করা হচ্ছে তাতে কোন না কোন ঝামেলা হচ্ছে৷ ডেটা সংগ্রহ এবং তা নিরাপত্তা ব্যবস্থায় পাঠানো, সে অনুযায়ী কাজ করা হয়নি৷ এই কাজটি অনেক সমস্যার সমাধান করে৷ অবশ্যই এর সঙ্গে আমলাতান্ত্রিকতার প্রশ্ন জড়িত৷

জার্মানির ল্যুবেক শহরে রয়েছে ফেডারেল পুলিশ একাডেমি৷ বিমানবন্দরে যে সব বডিস্ক্যানার বসানো হবে সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে ল্যুবেকে৷ ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, মিউনিখের বিমানবন্দরগুলোতে বসানো হবে এসব স্ক্যানার৷ এসব স্ক্যানার যেন কোন অবস্থাতেই মানব দেহের ক্ষতি না করে, ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার ওপর জোড় দিচ্ছে ফেডারেল পুলিশ ইউনিয়ন৷ জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থোমাস দেমেজিয়ের এ প্রসঙ্গে জানান, আমরা পরীক্ষা করে দেখছি, স্ক্যানারটিকে কৌশলগতভাবে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা৷ অর্থাৎ ব্যবস্থাটা পরবর্তী প্রজন্মের স্ক্যানারে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে৷ এর ফলে স্ক্যানারটি মানব শরীরের সঙ্গে থাকা সবকিছু নিঁখুতবাবে স্ক্যান করতে সক্ষম হবে৷ যদি কাউকে সন্দেহ করা হয় শুধুমাত্র তখনই বিশেষভাবে তাঁকে স্ক্যান করা হবে৷ অর্থাৎ স্পষ্টভাবে শরীরের কিছু অঙ্গকে দেখা যাবে না, কোন মানুষ যেন শারীরিকভাবে কোন ধরণের ক্ষতির সম্মুখীন না হয়৷ এছাড়া অত্যন্ত দক্ষ এবং বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত মানুষদেরই এই দায়িত্ব দেয়া হবে৷

Israel Sicherheit Flughafen
ইসরায়েলের বিমানবন্দরে এভাবেই চেক করা হচ্ছে যাত্রীদেরছবি: AP

তবে এর সঙ্গে একমত নন ফেডারেল পুলিশ ইউনিয়নের প্রধান ইয়োজেফ শয়রিং৷ পুরো ব্যবস্থা, স্ক্যানিং এর বিভিন্ন বিষয় আরো নিখুঁতভাবে, আরো বেশি খতিয়ে দেখার পক্ষে তিনি৷ ইয়োসেফ শয়রিং বলেন, এখন পর্যন্ত এমন কোন প্রযুক্তি বা মেশিন আবিস্কৃত হয়নি, হলে আমরা অনেক আগেই তা দেখতাম৷ আস্থা বাড়াবার জন্য প্রযুক্তির ওপর নির্ভর করা যেতে পারে৷ প্রযুক্তি বা মেশিন বেশি ব্যবহারের ফলে মানুষের কর্মক্ষমতার ওপর আস্থা কমে যায়৷ এবং এ ধরণের ঘটনাই মিউনিখে ঘটেছে৷ নিরাপত্তার সবচেয়ে বড় বর্ম হল মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া৷ সেখানে প্রয়োজন নির্ভিক মানুষের, যারা নিজের অস্তিত্ব নিয়ে চিন্তিত, ভীত - তাদের কাজ এবং দায়িত্ব নিয়ে উদ্বিগ্ন আমি৷

সম্প্রতি মিউনিখের বিমানবন্দরে বোমা হামলার সতর্ক সংকেত বেজে উঠলে কয়েক ঘন্টার জন্য বিমানবন্দরের বেশ কিছু এলাকা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়৷ এক যাত্রীর ল্যাপটপ নিয়েই এই বিপত্তি৷ কিন্তু সতর্ক সংকেত সত্ত্বেও সেই যাত্রীর খোঁজ মেলেনি তাৎক্ষণিকভাবে৷ পরে অবশ্য বোঝা যায় যে সেটা ছিল ভুয়া অ্যালার্ম৷ কিন্তু প্রশ্ন ওঠে ওই যাত্রী নিরাপত্তার বেড়া পার হলেন কীভাবে? ফলে নিরাপত্তার ফাঁকগুলো পূরণ করার বিষয়টি নিয়ে চলেছে তুমুল আলোচনা৷

Flughafen München nach Hinweis auf Sprengstoff abgeriegelt
মিউনিখ বিমানবন্দরে ভুয়া অ্যালার্মে আটকে পড়া যাত্রীছবি: dpa

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদক: আবদুল্লাহ আল-ফারূক