1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানে বিনা খরচায় ফেসবুক!

২ ফেব্রুয়ারি ২০১১

বিমানে ইন্টারনেট ব্যবহার বেশ ব্যয়সাপেক্ষ৷ তাই সাধারণ যাত্রীরা উড়ালে ইন্টারনেট ব্যবহার করার কথা ভাবতেই পারেননা৷ কিন্তু একি, এতো একেবারে বিনা খরচার প্রস্তাব৷ উড়ালে ফেসবুক পাওয়া যাবে এক পয়সাও খরচ না করে!

https://p.dw.com/p/108rY
বিমানে বিনা পয়সায় মিলবে ফেসবুক (ফাইল ফটো)ছবি: Lufthansa

মার্কিন মুল্লুকের কয়েকটি বিমান সেবা সংস্থা নিজ দেশীয় উড়ালে যোগ করছে মাগনা ফেসবুক সেবা৷ ভার্জিন এয়ারওয়েজ থেকে শুরু করে আলাস্কা এয়ারলাইন্স পর্যন্ত সাতটি সংস্থা ফেব্রুয়ারি মাসে এই বিনা খরচার সেবা দেবে৷ তবে, অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করতে পয়সা গুণতে হবে৷

বিনা পয়সায় ফেসবুক ব্যবহারের পুরো সেবাটাই আসলে এক বাণিজ্যিক চিন্তার ফসল৷ বিভিন্ন বিমান সংস্থায় ইন্টারনেট সেবা দেয় গোগো ইনফ্লাইট৷ এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে, বিমানের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা৷ এখন পর্যন্ত, ১,১০০ বাণিজ্যিক বিমান এবং পাঁচ হাজার ব্যক্তিগত বিমানে তারবিহীন নেটওয়ার্ক যুক্ত করেছে গোগো৷

এই সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণ উড়ালের সাত থেকে দশ শতাংশ যাত্রী বিমানে ইন্টারনেট ব্যবহার করে৷ কিন্তু এখনো অনেকে বিশ্বাস করতে চাননা, ৩৫ হাজার ফুট উপরেও ইন্টারনেট পাওয়া সম্ভব৷ এরকম দোদুল্যমান ব্যবহারকারীদের ফেসবুক দিয়ে আটকাতে চায় গোগো৷

প্রশ্ন আসতে পারে, শুধু ফেসবুক মাগনা দেওয়া হচ্ছে কেন? গোগোর হিসেবে, বিমানে যত লোক ইন্টারনেট ব্যবহার করেন, তাদের মধ্যে অধিকাংশের গন্তব্য ই-মেল৷ তবে ওয়েবসাইট হিসেবে ফেসবুকের ব্যবহার এক নম্বর৷ আপাতত তাই, বিনা খরচায় ফেসবুক দিয়ে বাকি যাত্রীর মাঝেও লোভ বাড়ানোর চেষ্টা চলছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য