1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান ক্রয়ে নতুন রেকর্ড গড়ছে ইন্ডিগো

১২ জানুয়ারি ২০১১

ভারতের বিমান সেবাদাতা সংস্থা ইন্ডিগো এবার ভিন্ন কারণে সংবাদ শিরোনামে হাজির৷ বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের কাছ থেকে ১৮০টি নতুন বিমান ক্রয় করবে ইন্ডিগো৷ বাণিজ্যিক বিমানচালনা খাতে এই ক্রয় নতুন রেকর্ড৷

https://p.dw.com/p/zwZ5
১৮০টি নতুন বিমান কিনছে ইন্ডিগোছবি: AP

ইউরোপের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যে ইন্ডিগোর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এয়ারবাস৷ এর আওতায় ১৫০টি নতুন মডেলের এয়ারবাস এ৩২০নিও কিনতে চায় ভারতের স্বল্প খরচের বিমান সেবাদাতা সংস্থাটি৷

এ৩২০নিও হচ্ছে এয়ারবাসের নতুন মডেল যা অত্যাধুনিক ইঞ্জিন সম্পন্ন এবং ব্যয় সাশ্রয়ী সুবিধাযুক্ত৷ এই বিমান বর্তমানের চেয়ে ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয় সম্ভব হবে৷ ২০১৬ সাল নাগাদ এ৩২০নিও বাজারজাত করবে এয়ারবাস৷ ইন্ডিগো হচ্ছে বিশ্বের প্রথম বিমানসংস্থা যারা, এয়ারবাস এ৩২০নিও ক্রয়ে সম্মত হয়েছে৷

এই প্রসঙ্গে ইন্ডিগোর সহ-প্রতিষ্ঠাতা রাকেশ গানোয়াল এবং রাহুল ভাটিয়া জানান, এই জ্বালানি সাশ্রয়ী বিমানের মাধ্যমে ইন্ডিগো কম পয়সায় সেবা প্রদান অব্যাহত রাখতে পারবে৷

এক বিবৃতিতে তারা বলেন, ভারতের ক্রমবর্ধমান উড়াল চাহিদা মেটাতে স্বাভাবিকভাবেই নতুন এয়ারবাস ৩২০ অর্ডার করতে হচ্ছে৷

এয়ারবাসের ভোক্তা বিভাগের চিফ অপারেটিং অফিসার জন লেদি এই প্রসঙ্গে বলেন, নতুন এই সমঝোতা ইন্ডিগোকে ভারতের দ্রুত বধর্মান উড়াল বাজারে শক্ত অবস্থানে নিয়ে আসবে৷

১৫০টি নতুন মডেলের বিমান ছাড়াও ৩০টি বর্তমান মডেলের এ৩২০ বিমানের অর্ডার দিয়েছে ইন্ডিগো৷ মোট কেনাবেচার আর্থিক কোন হিসেব প্রকাশ করেনি কোন সংস্থাই৷ তবে, এয়ারবাসের ক্যাটালগ অনুযায়ী, ১৮০টি বিমানের মূল্য ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার৷ এর আগে একক কোন বিমান সংস্থা একসাথে এত টাকার বিমান ক্রয় করেনি৷

উল্লেখ্য, এয়ারবাস এখন পর্যন্ত এ৩২০ পরিবারের ৪,৫০০ বিমান সরবরাহ করেছে৷ আরো ১,৩০০ বিমান সরবরাহের অপেক্ষায় রয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য