1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিমান ভ্রমণ আগের চেয়ে নিরাপদ'

২৫ মার্চ ২০১৫

গত এক বছরে পরপর কয়েকটি বিমান দুর্ঘটনায় পড়লেও আকাশ ভ্রমণ এখন আগের চেয়ে নিরাপদ বলে মনে করছেন ডয়চে ভেলের হেনরিক ব্যোমে৷ এদিকে, মঙ্গলবার দুর্ঘটনায় পড়া জার্মানউইংসের বিমানটির উদ্ধারকাজ বুধবার সকালে আবার শুরু হয়েছে৷

https://p.dw.com/p/1ExIS
Deutschland Luftverkehr Streik bei Lufthansa Tochter Germanwings
ছবি: Reuters

মঙ্গলবারের দুর্ঘটনাটি একটি বিরল ঘটনা বলে মনে করেন ডিডাব্লিউর হেনরিক ব্যোমে৷ তাঁর মতে, ইউরোপের আকাশ বিশ্বের অন্যতম নিরাপদ উড্ডয়ন এলাকা৷

এদিকে বুধবার সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে৷ দুর্ঘটনায় বিমানের দেড়শো আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য নিয়মিত আপডেট করা হচ্ছে৷

নিহতদের স্মরণে জার্মান চ্যান্সেলর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে৷

ফ্লাইট ৪ইউ৯৫২৫ এর এমন পরিণতির পর জার্মানউইংসের অনেক ক্রু আর ফ্লাইট পরিচালনায় যুক্ত হতে চাইছেন না৷ ফলে কর্তৃপক্ষকে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে৷

দুর্ঘটনা কবলিত ফ্লাইটের নম্বরটি ভবিষ্যতে আর না ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে লুফটহানসা৷

জার্মানউইংসের বিমানটি কোথায় দুর্ঘটনায় পড়েছে চার্ট আর ম্যাপ এর মাধ্যমে সেটা দেখিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

ফ্লাইট ৪ইউ৯৫২৫ বিমানটির দেড়শো জন আরোহীর মধ্যে জার্মানির একটি স্কুলের ১৬ জন শিক্ষার্থীও ছিল৷ তাদের সঙ্গে ছিলেন দুজন শিক্ষক৷ বিনিময় কর্মসূচির আওতায় তারা স্পেন গিয়েছিল৷

শিক্ষার্থীরা যে স্কুলে পড়ত সেখানে তাদের সহপাঠীরা এখন শোকগ্রস্ত৷ ছবির এই বোর্ডে লিখা আছে, ‘‘গতকাল আমরা অনেক ছিলাম৷ আজ আমরা একা৷''

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে অন্য ফ্লাইটে ওঠায় বেঁচে গেছেন সুইডেনের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়রা৷

ফ্লাইট স্ট্যাটাস ট্র্যাকার কোম্পানি ‘প্লেন ফাইন্ডার' এর ওয়েবসাইটে গেলে মঙ্গলবারের জার্মানউইংস ফ্লাইট ৪ইউ৯৫২৫ এর গতিপথ দেখা যাবে৷

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জার্মান ফুটবল তারকা বাস্টিয়ান শোয়াইনস্টাইগার৷

মাটিয়াস হেনৎসে লিখেছেন, তাঁর এক ধরনের কষ্টের অনুভূতি হচ্ছে কারণ আল্পসের যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে তিনি প্রায়ই গ্লাইডারে করে যেতেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন