1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরিয়ানির দামে স্মার্টফোন!

২১ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে এত সস্তায় স্মার্টফোন পাওয়া যাচ্ছে যে কেউ এর তুলনা করছেন বিরিয়ানির সঙ্গে৷ কেউ আবার বলছেন এ দামে ভালো আন্ডারওয়্যার পাওয়াও মুশকিল৷ দাম ৪ ডলার! অর্থাৎ মাত্র ২৫১ রুপি খরচ করেই স্মার্টফোন হতে পাচ্ছেন ভারতীয়রা৷

https://p.dw.com/p/1HxYD
Apple iPhone 1
ছবি: Getty Images/AFP/S. Curry

চীনের পর বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার ভারত৷ সেখানে সবচেয়ে বেশি চলে কোরিয়ার স্যামসাং কোম্পানির স্মার্টফোন৷ তারপরই আছে ভারতীয় ব্র্যান্ড ‘মাইক্রোম্যাক্স'-এর স্থান৷ তবে এবার, তাদের চ্যালেঞ্জ জানাতে আসছে ভারতেরই ‘রিঙিং বেলস' কোম্পানি৷ তাদের তৈরি স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১' গত বৃহস্পতিবার বাজারে আসতেই শুরু হয়ে গেছে ধুন্ধুমার কাণ্ড৷ বৃহস্পতিবার বাজারে ছাড়ার ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গেই আগ্রহীদের চাপে ‘ক্র্যাশ' করেছে ‘রিঙিং বেলস'-এর ওয়েবসাইট৷

‘রিঙিং বেলস' আসলেই স্মার্টফোনের বাজারে ঘণ্টাধ্বনি হয়েই এসেছে৷ একটা স্মার্টফোনের দাম মাত্র ৪ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ২৫১ রূপি, ভাবা যায়!

৪ ইঞ্চির রঙিন ডিসপ্লের সুবিধাসম্পন্ন ‘ফ্রিডম ২৫১' স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে৷ ১ দশমিক ৩ গিগাহার্টজের প্রসেসর, ৩ দশমিক ২ মেগাপিক্সেল ও দশমিক মেগাপিক্সেলের দু'টি ক্যামেরা – সব মিলিয়ে খুব অল্প দামে সত্যিই লোভনীয় মোবাইলটি৷

স্বাভাবিক কারণেই ১৩০ কোটি মানুষের দেশ ভারতে অনেকেই মুখিয়ে আছেন সস্তায় একেবারে নতুন ও আধুনিক এই মোবাইল ফোনটি পেতে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব মজার মজার মন্তব্যও করছেন অনেকে এ নিয়ে৷ কেউ বলছেন, বাহ, এক প্লেট বিরিয়ানির দামে স্মার্টফোন? ভালোই তো! আবার কেউ বলছেন, এত সস্তায় স্মার্টফোন? তা কিভাবে সম্ভব? এত কম দামে তো ভালো আন্ডারওয়্যার বা অন্তর্বাসও পাওয়া যায় না!

এসিবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান