1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধীদের বাজেট প্রস্তাব রাজনীতির জন্য ইতিবাচক

৮ জুন ২০১০

বাংলাদেশের বিরোধী দলের চেয়ারপার্সন খালেদা জিয়া যে বাজেট প্রস্তাব করেছেন তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন অর্থনীতিবিদ এম এম আকাশ৷

https://p.dw.com/p/NkOS
ফাইল ফটোছবি: AP/DW

সরকারি দল সংসদে বাজেট পেশ করার আগেই দেশে প্রথমবারের মত বিরোধী দল বাজেটের সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে৷ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার বিকেলে এই প্রস্তাব তুলে ধরেন৷ এতে বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ এবং কর কাঠামোসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের প্রস্তাবও উত্থাপন করা হয়৷

বিরোধী দলের এই বাজেট প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড.এম এম আকাশ৷ তিনি মনে করেন সদাসর্বদা পারস্পরিক সংঘর্ষের রাজনীতির বলয় থেকে বেরিয়ে আসার এটি হয়তো একটি শুভ চেষ্টা৷ সাধারণ মানুষও বাস্তবতার নিরিখে তুলনা করে দেখতে পারবেন আসন্ন বাজেটকে৷

কিন্তু এই প্রস্তাব নিয়ে বিরোধী দলকে সংসদে গিয়ে কথা বলার তাগিদও দেন তিনি৷ ড. আকাশ বলেন, সংসদই হচ্ছে বিরোধীদের যুক্তি তুলে ধরার আসল জায়গা৷ বিরোধীদের প্রস্তাব যদি ভালই হয়, তবে তা কেন ভাল, সেকথা সংসদে তুলে ধরলে দেশবাসীও জানতে পারবেন৷

ড. আকাশ বলেন সরকারেরও উচিত হবে বিরোধী দলের যৌক্তিক প্রস্তাবটিকে তুলে ধরা৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়