1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধীদের জাতীয় পরিষদ গঠন, জাউইয়া শহরে যুদ্ধ

৫ মার্চ ২০১১

লিবিয়ার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে৷ এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ করে গাদ্দাফি বিরোধীরা কিছু শহরের দখল নিলেও এখন সেসব শহর নিজেদের দখলে রাখতে যুদ্ধে নামতে হয়েছে৷ বেশ কিছু শহরের উপর আঘাত হানছে সরকারি বাহিনী৷

https://p.dw.com/p/10Tyj
Bengasi, Libyens, Gaddafi, Chaos, গাদ্দাফি, বিরোধী, একাংশ, জাতীয়, পরিষদ, গঠন, জাউইয়া, শহর, যুদ্ধ, লিবিয়া, মুয়াম্মার, Libya, Tripoli, War, Fight, Tank, Gaddafi,
গাদ্দাফি বিরোধীদের একাংশছবি: AP

বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় পরিষদ গঠন

দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলে নিজেদের দখল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত এবং বিরোধী পক্ষ উভয়ই৷ তবে পূর্বাঞ্চলের শহর বেনগাজিকে ঘিরেই নিজেদের কর্মকাণ্ড চালাচ্ছে বিদ্রোহীরা৷ অনেকটা যেন বিদ্রোহীদের রাজধানীতে পরিণত হয়েছে বেনগাজি৷ শনিবার সেখানে বিরোধী শিবিরের দলগুলো একটি জাতীয় পরিষদ তৈরি করেছে৷ আল-আরাবিয়ার খবরে বলা হয়, আজ এক গোপন বৈঠক করবে এই পরিষদ৷ মূলত সবগুলো শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বজায় রাখা এবং একইসাথে গাদ্দাফির অনুগত বাহিনীর আকাশ থেকে হামলা বন্ধে করণীয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে৷ গাদ্দাফির বিরুদ্ধে একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানো হচ্ছে এই জাতীয় পরিষদকে৷ এতে নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারমন্ত্রী মুস্তাফা আব্দেল জলিল৷ এছাড়া বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলো থেকে ৩১ জন প্রতিনিধি এই পরিষদে রয়েছেন৷

জাউইয়া শহরে যুদ্ধ, অতিরিক্ত সৈন্য মোতায়েন

এদিকে, আজ গাদ্দাফির অনুগত বাহিনীর প্রধান লক্ষ্য পশ্চিমাঞ্চলের শহর জাউইয়া৷ শহরটিকে বিদ্রোহীদের হাত থেকে উদ্ধারে শনিবার ভোরে ভারি সাঁজোয়া যান নিয়ে অভিযান চালায় সৈন্যরা৷ কিন্তু বিদ্রোহী মুখপাত্র ইয়ুসেফ শাগানের ভাষ্য মতে, প্রায় দেড় ঘণ্টার যুদ্ধের পর পিছু হটতে বাধ্য হয় সরকারি বাহিনী৷ এসময় সরকারি বাহিনীর তিনটি এপিসি, দু'টি ট্যাঙ্ক এবং একটি পিক-আপ ছিনিয়ে নিয়েছে বলে দাবি বিদ্রোহীদের৷ ফলে শহরটিতে বিদ্রোহীদের দখল বজায় রয়েছে৷ তবে জাউইয়ার কেন্দ্রস্থলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সেখানে আরো বেশি সৈন্য পাঠিয়েছে সরকার৷ আজ দুপুরে সরকারি বাহিনী শহরের চারিদিকে চেকপোস্ট বসিয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাতে খবর দিচ্ছে রয়টার্স৷ এছাড়া তেল সমৃদ্ধ বন্দর নগরী রাস লানুফও বিদ্রোহীদের দখলে বলে দাবি করেন শাগান৷

Flash-Galerie Rebellen in Libyen
সশস্ত্র বিদ্রোহীদের সতর্ক অবস্থানছবি: dapd

আন্তর্জাতিক মহলের উদ্বেগপূর্ণ চাপ

দেশটির এমন যুদ্ধ পরিস্থিতিতে গাদ্দাফির উপর আন্তর্জাতিক চাপ বেড়ে চলেছে৷ ক্ষমতা থেকে সরে গিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানোর পাশাপাশি লিবিয়ার উপর শক্তি প্রয়োগের কথাও ভাবছে বিশ্ব সম্প্রদায়৷ ইতিমধ্যে দু'টি মার্কিন যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরের দ্বীপ ক্রিটে পৌঁছেছে৷ কিয়ার্সেজ এবং ইউএসএস পন্স নামের এই যুদ্ধজাহাজ দু'টিতে এক হাজার দু'শ নৌসেনাসহ প্রায় চার হাজার মার্কিন কর্মকর্তা রয়েছেন৷ এছাড়া লিবিয়ায় মানবিক ও উদ্ধার কাজে সহায়তার জন্য ২০০ সৈন্যের ব্যাটালিয়ন প্রস্তুত রেখেছে যুক্তরাজ্য৷ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান