1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিশেষ গোষ্ঠী’র বিনিয়োগে অস্থির শেয়ার বাজার!

২২ জানুয়ারি ২০১১

বিশেষ গোষ্ঠীর কারসাজিতে অস্থির শেয়ার বাজার৷ মানবতাবিরোধী অপকর্মের দায়ে অচিরেই গ্রেপ্তার হতে পারেন গোলাম আযম৷ রয়েছে দ্বিতীয়বার আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/100pP
ঢাকায় শেয়ারে বিনিয়োগকারীদের বিক্ষোভ (ফাইল ফটো)ছবি: DW

শেয়ার বাজারে অস্থিতিশীলতা

শেয়ার বাজারের অস্থিতিশীলতা নিয়ে শিরোনাম করেছে একাধিক পত্রিকা৷ দৈনিক কালেরকণ্ঠ লিখেছে, ‘বিশেষ গোষ্ঠীর কারসাজি, ওরা শেয়ার বাজারে ঢোকে ২০ হাজার কোটি টাকা নিয়ে'৷ পত্রিকাটির কথায়, গত সেপ্টেম্বরে একটি বিশেষ গোষ্ঠী শেয়ার বাজারে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ শুরু করে৷ নামে-বেনামে এই গোষ্ঠী বিপুলসংখ্যক বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার কেনে এবং বাজারে মূল্যবৃদ্ধি ঘটায়৷ এরপর সুবিধাজনক সময়ে মুনাফা নিয়ে সটকে পড়ে৷ এছাড়া শেয়ার বাজারের চলমান অস্থিরতার পেছনে রাজনৈতিক ইন্ধনও রয়েছে বলে দাবি কালেরকণ্ঠের৷

একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘নিয়ন্ত্রকদের ভুল আছে, আমারও ভুল হয়েছে'৷ শেয়ার বাজার সম্পর্কে একথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ শুক্রবার অর্থমন্ত্রী, শেয়ার বাজারের প্রতি এখন আর কারো আস্থা নেই বলেও মন্তব্য করেন৷

গ্রেপ্তার হতে পারেন গোলাম আযম

দৈনিক যুগান্তরসহ কয়েকটি পত্রিকা দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, অচিরেই গ্রেপ্তার: বলেছেন প্রধান তদন্ত কর্মকর্তা'৷ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল হান্নান খান জানিয়েছেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে গোলাম আযমের মানবতাবিরোধী নানা অপকর্মের তদন্ত শেষ পর্যায়ে৷ অচিরেই তাকে গ্রেপ্তার করা হবে৷

আওয়ামী লীগের আবারো ক্ষমতায় আসার সম্ভাবনা

যদি আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ঘাটতি পূরণ এবং নিত্যপণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পারে, তাহলে হয়তো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে পারবে৷ এরকমই এক রাজনৈতিক বিশ্লেষণ প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক গোষ্ঠী৷ এই খবরটিকে মূল শিরোনাম করেছে, দৈনিক সমকাল৷

ছটিতেও অনুশীলন!

‘ছুটিতেও অনুশীলনে মাশরাফি-রুবেল', জানাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ চোটের কারণে মাশরাফি জাতীয় দল থেকে বাদ পড়েছেন৷ তবে, যথাসময়ে চোট কাটিয়ে উঠতে পারলে বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনা এখনো রয়েছে তাঁর৷ এই ক্ষুদ্র সম্ভাবনাটুকু কাজে লাগাতে প্রচণ্ড চেষ্টা করছেন বাংলাদেশের অন্যতম ক্রিকেটার মাশরাফি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্ভাবনা: ফাহমিদা সুলতানা