1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশেষ জিনের কারণেই তিব্বতীরা পৃথিবীর ‘ছাদে’ বাস করছেন

১৫ মে ২০১০

পৃথিবীর ছাদ বলা হয় তিব্বতকে৷ কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৪.৯ কিলোমিটার৷ সেখানে কীভাবে বাস করেন তিব্বতীরা? বিজ্ঞানীদের বিষয়টি জানার আগ্রহ বহুদিন থেকেই৷ অবশেষে মনে হয় পাওয়া গেল সেই উত্তরটি৷

https://p.dw.com/p/NOwj
ছবি: AP

বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স'-এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দুটি বিশেষ জিনের উপস্থিতি রয়েছে তিব্বতীদের দেহে৷ আর তাই এত উচ্চতায় শ্বাস নিতে তাঁদের কোনো সমস্যা হয়না৷ এই জিন দুটির নাম হলো ইজিএলএন১ এবং পিপিএআরএ৷ মানুষের দেহের ১ ও ২২ নম্বর ক্রোমোজোমে তাদের উপস্থিতি৷ বিজ্ঞানীরা বলছেন, জিন দুটি রক্তে হেমোগ্লোবিনের পরিমাণ কমাতে সহায়তা করে৷ এদিকে তিব্বতীদের রক্তেও হেমোগ্লোবিনের পরিমাণ অনেক কম বলে প্রমাণ পাওয়া গেছে৷

গবেষণাটি করেছেন চীন ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী৷ তাঁরা কাজ করেন যুক্তরাষ্ট্রের উটা স্কুল অব মেডিসিন বিশ্ববিদ্যালয়ের একলেস ইন্সটিটিউট অব হিউম্যান জেনেটিক্সে৷

গবেষণার জন্য তাঁরা বেছে নেন ৩১ জন তিব্বতীর জিন৷ এই তিব্বতীদের কেউ কারও সঙ্গে পরিচিত নয়৷ এরপর তাদের পরীক্ষার জিন মিলিয়ে দেখা হয় অপেক্ষাকৃত নিচু অঞ্চলে বসবাসকারী ৯০ জন চীনা ও জাপানী মানুষের জিনের সঙ্গে৷

উল্লেখ্য, নিচু অঞ্চলে বাস করে এমন কেউ তিব্বতে গেলে তার অক্সিজেনের অভাব মনে হতে পারে৷ এ থেকে হৃৎপিন্ড ও মস্তিস্কের রোগও হতে পারে বলে জানা গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী