বিশেষ পরিবেশনা চমৎকার ছিলো | পাঠক ভাবনা | DW | 28.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশেষ পরিবেশনা চমৎকার ছিলো

বাংলাদেশের ৪০তম স্বাধীনতা দিবসের উপর পরিবেশনা মুগ্ধ হয়ে শুনলাম৷ আরো একটু বেশি সময় দিলে ভালো হতো, ধন্যবাদ৷ তাপস নাথ, কলকাতা৷

অনেক চেষ্টা করেও আপনাদের মিডিয়াম ওয়েভে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনতে পারলামনা৷ জহুরুল ইসলাম, বেরহাওলিয়া, পাবনা৷

এখন থেকে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান কি শুধু স্মৃতি শর্টওয়েভ শ্রোতাদের কাছে ? অজয় সরকার, বর্ধমান৷

শুভেচ্ছা রইলো ৷ বাংলাদেশ বেতার ঢাকায় আবু নওশেরকে দেওয়া ফারূক ভাইয়ের সাক্ষাৎকারটি ভীষণ ভালো লেগেছে৷ শাহ মোহাম্মদ ফেরদৌস হাসান নাজমুল, পলাশবাড়ি, গাইবান্ধা৷

৭১ এর স্বাধীন বেতার কেন্দ্রের ভূমিকা নিয়ে বিশেষ পরিবেশনা চমৎকার ছিলো, ধন্যবাদ৷ বিএম ফয়সাল, লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাব, গোপালগঞ্জ৷

বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পরে এসে মনে হচ্ছে সত্যিই কি আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, ‘‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’’ আমি মনে করি, আমরা স্বাধীন হয়েছি বটে কিন্তু আজও মুক্ত হতে পারি নাই৷ কারণ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের একটি মানুষও যেন না খেতে পেরে মারা যায়৷ অথচ আমরা চোখের সামনে প্রতিবছর দেখতে পাই খরা মৌসুমে দেশের উত্তরাঞ্চলে বহু মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে৷ তাহলে আমরা মুক্ত হলাম কীভাবে? আর একটি বিষয় যেটি দারুণভাবে আমাকে ব্যথিত করে৷ তা হলো – বাংলাদেশের বড় বড় শিল্পপতি ও ধনীব্যক্তি, যারা নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ গ্রহণ করার পর এক সময় উক্ত ব্যাংক বা সরকার তাদের বিশেষ ইঙ্গিতে ঋণ খেলাপীর খাতা ফেলে তাদের কোটি কোটি টাকা মওকুফ করে দিচ্ছে৷ সেখানে গ্রামের দরিদ্র কোন ব্যক্তি যদি কোন এনজিও বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে তার বাড়িসহ মালামাল ক্রোক বা দখল করে নেওয়া হয়৷ অথচ এখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধা দিতে আসে না বা এর প্রতিবাদ করে না৷ আমার প্রশ্ন হচ্ছে একই দেশে এরকম দুই ধরনের নিয়ম কেন? মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের অনেকটা সময় শান্তিনিকেতনে কাটিয়েছেন৷ নারীদের শিক্ষাকে এগিয়ে আনতে তাঁর ছিলো অক্লান্ত পরিশ্রম৷ তাঁর জন্য মহিলারা আজ শান্তিনিকেতনে সব বিষয় নিয়ে পড়াশোনা করতে পারছে৷ নারী স্বাধীনতা নিয়ে রবিঠাকুর সবসময়ই বলেছেন৷ আমরা নারীরা কবিগুরুকে বিশেষভাবে সম্মান জানাই৷ প্রতিবেদনটি পড়ে ডয়চে ভেলেকে জানালাম পাঠক ভাবনাতে আমাদের মতামত৷ অপর্ণা চ্যাটার্জী, লালবাগ, মুর্শিদাবাদ৷

সুপ্রভাত বন্ধুরা, সেই গণহত্যার ভয়াল ২৫শে মার্চের রোদ ঝলমল বসন্তের সকালে এফএম ৯৭.৬ মেগাহার্তস-এ চমৎকার অনুষ্ঠান উপস্থাপনায় বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, লিবিয়া থেকে ফেরত নিয়ে আসা বাংলাদেশি শ্রমিকদের ওপর সাক্ষাত্কারমূলক রিপোর্ট, সংবাদ পত্রের শিরোনাম, লিবিয়া পরিস্থিতির ওপর আলোচনা, ভারতীয় ধনকুবদের উদ্বুদ্ধ করতে দিল্লিতে বিল গেটস ও ওয়ারেন বাফেটের আগমনের ওপর রিপোর্ট এবং ফিচার পর্ব সবুজ পৃথিবীতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গুলোতে পানির অভাব ও খরা সমস্যার ওপর প্রতিবেদন, বিশ্বকাপ ক্রিকেটের খবর, পশ্চিমের জানালায় জার্মান সেনাবাহিনীতে বিদেশীদের প্রবেশ নিয়ে ভাবনাচিন্তার ওপর প্রতিবেদন আর নতুন মুখের সন্ধানে নেমেছেন বলিউডের তরুণ পরিচালক করণ জোহর- এ সম্পর্কে বিনোদন জগতের ছোট্ট কথিকাটি শুনে আমরা ক্লাবের সবাই ভীষণ মুগ্ধ হয়েছি৷ আজকে ঢাকা কেন্দ্রের এফএম ব্যান্ডের শ্রবণ মান ছিল খুব সুন্দর৷ ত্রুটিমুক্ত তরতাজা বস্তুনিষ্ঠ রিপোর্ট ও তথ্যবহুল জ্ঞানবর্ধক ফিচার গুলো উপহার দেয়ার জন্য প্রিয় বেতার ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া৷

প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি৷ কিন্তু রবিবার কিছুই শুনতে পাইনি, এর কারণ কি ? ইনবক্স-এ আমাদের চিঠির উত্তর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি৷ ধাঁধার খবর জানতে পারি৷ ডয়চে ভেলের অনুষ্ঠান থেকে কত জ্ঞান অর্জন করে থাকি৷ আপনাদের সুন্দর অনুষ্ঠান থেকে একদিন বাদ পরলে মন খুব খারাপ থাকে৷ উত্তর দেবেন জরুরী মনে করে৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও লিসনার্স ক্লাব, শাহানগর, মুর্শিদাবাদ৷

ডয়চে ভেলে পরিবারের সকল বন্ধুকে মহান স্বাধীনতা দিবসের এক রাশ আন্তরিক শুভেচ্ছা৷ রবিউল হাসান, নওগাঁ৷

সংকলন: নুরুন্নাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন