1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের গান নিয়ে বিপাকে শ্রীলঙ্কা

২৩ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপের একটি গান৷ নজর কাড়লো খোদ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের৷ গানের কথা এমন, যা নাকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভূমিকম্প বিধ্বস্ত দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে যাচ্ছে৷ গানটির মাধ্যমে ঐ দেশ দু’টোকে অপমান করা হচ্ছে৷

https://p.dw.com/p/R3RJ
প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে গানটি নিষিদ্ধ ঘোষণা করেছেনছবি: AP

ইতোমধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে গানটি নিষিদ্ধ ঘোষণা করেছেন৷ তিনি বলেছেন, কোনো গান এমন হওয়া উচিত না, যে গানের মধ্য দিয়ে অন্যকে অপমান করার সুযোগ থাকে৷ তিনি সিংহলি এবং তামিল ভাষা মিলিয়ে গাওয়া এই গান শুনেছেন৷ নির্দেশ দিয়েছেন জাতীয় বেতার এবং টেলিভিশনে যেন গানটি আর বাজানো না হয়৷ সেইসঙ্গে রাজাপাকসে সমালোচনা করেছেন ক্রীড়া কর্তৃপক্ষের, যে কীভাবে তারা এমন একটি গানের অনুমতি দিয়েছেন যার মাধ্যমে অন্যদের অপমান করা হচ্ছে৷ ফলে খুবই মর্মাহত হয়েছেন রাজাপাকসে৷ তিনি মনে করেন, এই গানটি নিচু মানসিকতার পরিচয় বহন করে৷ যেখানে তিনি চান এমন একটি গান, যে গান তাদের দলকে এবং দলের ভক্তদের অনুপ্রেরণা দেবে৷ এবং অবশ্যই সেটি অন্য দেশকে অপমান করে নয়৷

মাহিন্দা রাজাপাকসে এই গানের ভিডিও চিত্র দেখেছিলেন রোববার৷ সেদিন শ্রীলঙ্কার হাম্বানটোটায় খেলা চলছিলো শ্রীলঙ্কার সঙ্গে ক্যানাডার৷ আর সেই খেলা দেখতে এসেছিলেন স্বয়ং প্রেসিডেন্ট৷

শ্রীলঙ্কার একজন ক্রিকেট কর্মকর্তা জানিয়েছেন, ব্যক্তি মালিকানাধীন একটি কোম্পানির এই গানকে স্পন্সর করেছে জাতীয় দল৷ দেশটির ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন বেতার এবং টেলিভিশন চ্যানেলও মনে করছে, গানটি সুস্থ মানসিকতার পরিচয় বহন করেনা৷ তাই তারাও এটি প্রচার করা বন্ধ করে দিয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন