1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটালো আয়ারল্যান্ড

২ মার্চ ২০১১

একটু আগেও লিখেছিলাম যে, এবারের বিশ্বকাপে তেমন কোন অঘটন ঘটছে না৷ সেই কথার কারণেই কিনা, ইংল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটিয়ে ফেললো আয়ারল্যান্ড, ইংলিশদের ৩২৭ রান টপকে৷

https://p.dw.com/p/10SYt
ছবি: AP

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে প্রায় হেরেই বসছিলো ইংলিশরা৷ সেই ম্যাচেও শতক হাকিয়েছিলেন ডাচ ব্যাটসম্যান ডোয়েশাটে৷ কিন্তু শেষ পর্যন্ত তা আর যথেষ্ট হয়নি৷ কোনভাবে ম্যাচটি জিতে ইংলিশরা৷ কিন্তু এবার আর তা হতে দিলেন না আইরিশ ব্যাটসম্যান কেভিন ওব্রায়ান৷ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির সেঞ্চুরি করেই কেবল ক্ষান্ত থাকেন নি, দলকে জয়ের দ্বারপ্রান্ত পর্যন্ত নিয়ে গিয়ে তবেই থেমেছেন৷ ইংলিশ বোলিংকে একরকম তছনছ করে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান৷ হাফ সেঞ্চুরি করতে সময় নেন ৩০ বল, এরপর যেন আরও ধারালো হয়ে ওঠে তার ব্যাট৷ মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেন তিনি৷ এর মধ্যে বাউন্ডারি ১৩ টি এবং ওভার বাউন্ডারি ছয়টি৷ অর্থাৎ ১০০'এর মধ্যে কেবল ৮৮ রান করেছেন তিনি চার ছক্কা মেরে৷

অথচ ইংল্যান্ডের ৩২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আইরিশরা৷ তখন অনেকেই ভেবেছিলেন আর অন্যসব ম্যাচের মতোই বুঝি হতে যাচ্ছে এটি৷ ২৩তম ওভারে ১০৬ রানে চতুর্থ উইকেটের পতনের পর ক্রিজে আসেন কেভিন ওব্রায়ান৷ এরপর থেকেই পুরো ম্যাচের দৃশ্য পাল্টে যায়৷ ইংলিশ বোলারদের এতটা অসহায় নিকট ইতিহাসে আর কখনোই মনে হয়নি৷ ওব্রায়ানের পাশাপাশি জন মুনির ব্যাটও যেন সপাটে চলছিল৷ মাত্র ৬৩ বলে ১১৩ রান করে ৪৯তম ওভারের প্রথম বলে রান আউট হয়ে যান ওব্রায়ান৷ দলের তখন দরকার ১১ বলে ১১ রান৷ প্রথম বলেই জন্সটনের দারুণ বাউন্ডারি, মূলত তখনই খেলা হাতছাড়া হয়ে যায় ইংল্যান্ড দলের৷ শেষ ওভারের প্রথম বলেই মুনির শট, বল মাঠের বাইরে৷ আর এবারের বিশ্বকাপের প্রথম অঘটন৷ তিন উইকেটে জয় পেল আয়ারল্যান্ড৷

এর আগে নির্ধারিত ৫০ ওভার শেষে ইংল্যান্ড তুলে আট উইকেটে ৩২৭ রান৷ তবে এই রান আরও বাড়তে পারতো যদি শেষ দিকে দ্রুত উইকেটের পতন না হতো৷ শুরুতে স্ট্রস এবং পিটারসন বেশ ভালোভাবেই শুরু করেন৷ দুই ওপেনার আউট হওয়ার পর বেলকে সঙ্গে নিয়ে ১৬৭ রানের জুটি গড়ে তোলেন ট্রট৷ মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ট্রট৷ অন্যদিকে বেল করেন ৮১ রান৷ আয়ারল্যান্ডের জন মুনি ৬৩ রানে চারটি উইকেট নেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ