বিশ্বকাপের বল ‘ব্রাজুকা' | পাঠক ভাবনা | DW | 03.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বকাপের বল ‘ব্রাজুকা'

‘‘২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বল ‘জাবুলানি' নিয়ে অনেক আলোচনা, সমালোচনার কারণে এইবারের বিশ্বকাপের নতুন বল ‘ব্রাজুকা' সম্পর্কে অনেক কিছু জানার আগ্রহ ছিল৷'' এভাবেই লিখেছেন নতুন দিল্লির বন্ধু সুভাষ চক্রবর্তী৷

তিনি আরো লিখেছেন, ওয়েবসাইটের খেলাধুলা পাতায় ‘ব্রাজিল বিশ্বকাপের বল ব্রাজুকা বৃত্তান্ত' প্রতিবেদনটি পড়ে এবং একই পরিবেশনার মধ্যে ‘ব্রাজুকা' বল নিয়ে অডিও-ভিডিও উপস্থাপনা দেখে যা তথ্য পেলাম তাতে মন ভরে গেল৷ এক কথায় এটি একটি অনবদ্য পরিবেশনা, যা থেকে সবরকম তথ্যই জানা হয়ে গেল৷

‘‘স্বপরিবারে একুশে টেলিভিশনে অন্বেষণ দেখার মজাই আলাদা! আজকের অনুষ্ঠানে হিউমানয়েড রোবট দিয়ে বাসা বাড়ির কাজে রোবট ব্যবহারের সম্ভাবনা নিয়ে ভিডিও চিত্র সহ ডিজেল মোটরের ধোঁয়া পরিশোধনের অভিনব যন্ত্র ব্যবহার এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাক্ষাৎকার সহ ইন্টারনেটের বিবর্তন প্রসঙ্গে ভিডিও প্রতিবেদন পরিবেশনা দারুণ উপভোগ করলাম, ধন্যবাদ৷'' এই ইমেলটি পাঠিয়েছেন রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর, বাংলাদেশ থেকে৷

সুপ্রিয় ভাইয়া ও আপু, মধু মাস জৈষ্ঠ্যের শুভেচ্ছা নেবেন৷ বাংলার প্রকৃতিতে এখন অন্য হাওয়া বইছে৷ চারদিক মৌ মৌ গন্ধ, গাছে গাছে পাকা ফলের মেলা এই যেন অন্য রকম ভাল লাগা৷ মনে করিয়ে দেয় ফেলে আসা দিনগুলির কথা৷

Flash-Galerie Fußbälle

২০০২ বিশ্বকাপে ছিল এই বল

ছোটবেলায় মায়ের হাত ধরে মামার বাড়ি যেতাম পাকা আম, কাঁঠাল খেতে৷ সত্যি দিন পেরিয়ে যায় কিন্তু স্মৃতি ভোলা যায়না৷ ভাইয়া, আপু যদি সময় পান চলে আসুন বেপারী বন্ধুর পল্লী নিবিড় গ্রামে জৈষ্ঠ্য মাসের ফল খেতে৷ মো. সোহাগ বেপারী, গান্দাছি, বাংগড্ডা বাজার, নাংগলকোট, কুমিল্লা৷

আজকাল ইন্টারনেট ও অনলাইনভিত্তিক বহু খবরের কাগজ পাওয়া যাচ্ছে, তাই হয়তো ডয়চে ভেলের ওয়েবসাইটের পাঠক কিছুটা কম৷ তবে আমরা যারা ডয়চে ভেলে রেডিওর ভক্ত ছিলাম, তারা সুযোগ পেলেই একবার চোখ বুলিয়ে নেই৷ দেখি ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট৷ খুব ভালো লাগে দেখতে৷ ছবি খুঁজুন, পুরস্কার জিতুন-এর ছবি খুঁজে পাচ্ছিনা৷ বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা৷

- মতামত জানানোর জন্য সবাইকে ধন্যবাদ৷ ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন' প্রতিযোগিতাটি পাঠক বন্ধুদের কাছ থেকে সেভাবে সাড়া না পাওয়ায় বেশ অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন