1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের মূল সুর রচনা করবেন দুই ভারতীয়

৩০ মে ২০১০

ফিফার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মূল সুর সৃষ্টি করতে ডাক পেয়েছেন দুই ভারতীয় সুরকার সালিম আর সুলাইমান৷ এই প্রথম ভারতীয় কোন শিল্পীর ফুটবল বিশ্বকাপে পা রাখা৷ গর্বের খবর তো বটেই!

https://p.dw.com/p/Nd5z

‘চাক দে ইন্ডিয়া' নামের সেই খেলকুঁদ ছবিটার কথা মনে আছে তো? সেই যে হকি খেলার মাধ্যমে ভারতের বিশ্বজয়ের শাহরুখীয় ছবি৷ যে ছবিতে শাহরুখ খান একজন হকি কোচ আর তিনি ভারতের হকি দলকে অলিম্পিকে সোনার মেডেল জিততে উদ্বুদ্ধ করেন৷ দেশপ্রেম মার্কা দেওয়া সেই ছবির যে থিম মিউজিকের সুরটি সকলকে মুগ্ধ করেছিল, তার সুরকাররা এবার আর সিনেমার নকল খেলায় নয়, সঙ্গীত পরিবেশন করবেন ফুটবলের রাজসভায়৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে৷

সালিম সুলায়মান৷ না একজন নয়৷ এই নামটা দুইজনের৷ যেমনটা ওই নাদিম শ্রাবণ বা লক্ষীকান্ত প্যারেলাল৷ সেই জাতীয় আর কি! এই সালিম আর সুলায়মান এই বিশ্বকাপের জন্য সুর করছেন৷ তাঁরা কাজ করবেন আন্তর্জাতিক স্তরে নামজাদা সব শিল্পীর সঙ্গে৷ যে তালিকায় রয়েছেন আর লোইজো ভিনসেন্ট বালা কিংবা কেনিয়ার নামজাদা সঙ্গীতকার এরিক ওয়ানিনানের৷ এইসব শিল্পীরাই ২০১০ বিশ্বকাপের ‘অ্যানথেম' বা মূল সুরটা সৃষ্টি করবেন৷ যে সুর বিশ্বকাপ জুড়ে বাজবে, বাজবে প্রতিটি খেলায়৷ বাজবে বারবার৷ আর তার ফলে সকলের কানে যেমন থাকবে সেই সুর, তেমনই থেকে যাবে চিরদিনের জন্যই ইতিহাসেও৷

তরুণ সালিম সুলাইমান কিন্তু তাঁদের প্রতিভার স্বীকৃতি পেতে শুরু করেছেন ইতিমধ্যেই৷ মার্কিন অ্যানিমেশন সিরিজ ‘ওয়ান্ডার পেটস'-এর সঙ্গীতের জন্য অ্যামি পুরস্কার পেয়েছেন তাঁরা অতি সদ্য৷ বিভিন্ন সিনেমায় সুর করা তো আছেই৷ এরপর যখন ফিফার বিশ্বকাপে সালিম সুলাইমানের সুর বারবার বাজবে, তারপর তো আন্তর্জাতিক স্তরে অনেকদূর বিখ্যাত হয়ে যাবে এই দুই তরুণের নাম৷ বোঝাই যাচ্ছে এরপর আরও অন্যান্য বড়মাপের আসর থেকেও আসবে তাঁদের জন্য সুরসৃষ্টির ডাক৷

১১০ কোটির দেশ ভারত তো ফুটবল খেলে বিশ্বকাপে যেতে পারল না! অন্তত এটুকু স্বান্তনা থাকুক যে বিশ্বকাপের মূল সুরটুকু সৃষ্টি করেছেন দুই ভারতীয়৷ সেই আনন্দটাই বা কম কি বলুন?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সঞ্জীব বর্মন