1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে ঘানাকে রুখলো সকারুরা

২০ জুন ২০১০

ফুটবলে অস্ট্রেলিয়ার ভবিষ্যত দেখা গেল শনিবার৷ আগের ম্যাচে জার্মানির কাছে চার গোলে হারার পরও একটুও দমে যায়নি ‘সকারু’রা৷ বরং আফ্রিকার শক্তি ঘানাকে রুখে দিয়েছে তারা৷ ফলাফল এক-এক৷

https://p.dw.com/p/NxlE
ছবি: AP

শুরুতেই আঘাত হানে অস্ট্রেলিয়া৷ খেলার ১১ মিনিটে গোল দিয়ে বসে ব্রেটি হলম্যান৷ তবে, এখানে খানিকটা দোষ দেওয়া যায় ঘানার গোলরক্ষক রিচার্ড কিংসনকে৷ কেননা, অস্ট্রেলিয়ার মার্ক ব্রিসিনাসিওর ফ্রি-কিকটিকে ঠেকালেও হাতে রাখতে পারেননি তিনি৷ আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে গোলে বল জড়ান হলম্যান৷

এরপর অবশ্য বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল সকারুদের ৷ কিন্তু খেলার ২৪ মিনিটে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে মাঠ ছাড়েন হ্যারি কেওয়েল৷ অপরাধ, ঘানার জেনাথন মেনসাহ-র এক শক্তিশালী শট গোলমুখে দাঁড়িয়ে বুক আর ডান হাত দিয়ে আটকে দেন তিনি৷ এই ঘটনায় পাওয়া পেনাল্টি শট থেকে গোল করে যায় ঘানা৷ সে'দলের তারকা আসামোহ জিয়ান অস্ট্রেলিয়ার গোলরক্ষক মার্ক সোয়ারজারকে বোকা বানিয়ে এই আসরের দ্বিতীয় গোলটি করেন৷ আগেরটি ছিল সার্বিয়ার বিরুদ্ধে, সেটাও পেনাল্টি শট৷

fußball WM Weltmeisterschaft Ghana - Australien Flash-Galerie
ছবি: AP

এরপর দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়াকে প্রচন্ড চাপে ফেলে দেয় ঘানা৷ খেলার ৫০ মিনিটে আবারো আঘাত হানেন জিয়ান কিন্তু এবার আর বোকা বনেননি সোয়ারজার৷ ৮৩ মিনিটের মাথায় ঘানার আরো একটা জোরালো আক্রমণ ঠেকিয়ে দেন তিনি৷

খেলা শেষে কেওয়েলের দাবি, তিনি নিষ্ঠুর সিদ্ধান্তের শিকার হয়েছেন৷ কেননা, হাতে বল লাগলেও সেটা ইচ্ছাকৃত ছিল না৷ আর তাই, পেনাল্টির সঙ্গে লালকার্ডটা বাড়াবাড়ি ছিল বলেই মত তাঁর৷

তবে, শনিবার রুস্টেনবুর্গে ড্র করার পরও ঘানা এখন ডি-গ্রুপের শীর্ষে অবস্থান করছে৷ দ্বিতীয় অবস্থানে জার্মানি৷ আগামী বুধবার মুখোমুখি হবে এই দু'দল৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়