1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে চরম পরীক্ষার মুখে জার্মানি

২৩ জুন ২০১০

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাক লাগিয়ে দিয়েছিলো জার্মানি৷ সার্বিয়ার কাছে পরাজয় সেই বিস্ময় মলিন করে দিয়েছে৷ বুধবার ঘানার বিরুদ্ধে ম্যাচে জয় না পেলে দক্ষিণ আফ্রিকা থেকে বিদায় নিতে হবে জার্মান দলকে৷

https://p.dw.com/p/O0wS
বিশ্বকাপ জ্বরে কাঁপছে জার্মানিছবি: picture-alliance/dpa

এবারের বিশ্বকাপে ফেভারিট'দের ঘিরে প্রত্যাশা বার বার ধাক্কা খাচ্ছে৷ ফ্রান্সের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয় তার সর্বশেষ উদাহরণ৷ তাই ঘানাকে মোটেই অবহেলার চোখে দেখছে না জার্মান দল৷ তবে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পরাজয়ের পর দল যেভাবে বিহ্বল হয়ে পড়েছিল, তা কাটিয়ে তুলে বুধবারের ম্যাচে সাফল্যের আশায় প্রহর গুনছে কোচ ইওয়াখিম ল্যোভ'এর দল৷ জার্মানিতেও চলছে ম্যাচ দেখার প্রস্তুতি৷ মানুষ আশাবাদী – আজ আর কোনো অঘটন ঘটবে না৷ গোটা দেশে প্রায় ২,০০০ জায়গায় বড় পর্দায় খেলার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে৷ মনে হচ্ছে, ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপের দিন আবার যেন ফিরে এসেছে৷

জোহানেসবার্গ'এর সকার সিটি স্টেডিয়ামে প্রায় ৮৪,০০০ দর্শক বুধবারের ম্যাচ দেখবেন৷ জার্মানি এই ম্যাচে জিতলে তবেই দ্বিতীয় পর্যায়ে পৌঁছতে পারবে৷ পরাজয়ের মুখ দেখলে তা হবে বিশ্বকাপের ইতিহাসে জার্মানির এক ঐতিহাসিক বিপর্যয়৷ আজ পর্যন্ত জার্মানিকে কখনো কোনো বিশ্বকাপে প্রথম পর্যায়েই বিদায় নিতে হয় নি৷ ল্যোভ জানিয়েছেন, খেলোয়াড়রা যথেষ্ট আত্মবিশ্বাসী৷ সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড'এর কারণে মিরোস্লাভ ক্লোসে আজ খেলতে পারবেন না৷ তাঁর জায়গা নিচ্ছেন কাকাউ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক