1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল নিয়ে পাঠক প্রতিক্রিয়া

১৫ এপ্রিল ২০১৬

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রতিটি খেলায় হেরেছে বাংলাদেশ৷ এই ফলাফল নিয়ে ডয়চে ভেলে বাংলার পাঠকরা ফেসবুক পাতায় তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷

https://p.dw.com/p/1IWNh
ICC World Twenty20 Bangladesch vs Pakistan
ছবি: Getty Images

অর্জুন বৈদ্য লিখেছেন, বাংলাদেশ হারলেও তিনি হতাশ নন৷ বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে এই অপেক্ষায় থাকবেন তিনি৷ নাঈম মনে করছেন, ‘‘বিশ্বকাপ ঘরে আসতে আর বেশি দেরি নেই৷'' এম জামাল আহমেদ সুবর্ণ-র আশা, বাংলাদেশ একসময় জিতবেই৷ একই কথা জানিয়েছেন আলমগীর মির্জা সাকিবও৷ তাঁর দৃঢ় বিশ্বাস, ‘‘ওয়ার্ল্ড কাপ একদিন বাংলার মাটিতে আসবেই৷''

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স দেখে হতাশ আলী৷ এরই মধ্যে তিনি নাকি ধৈর্য্যও হারিয়ে ফেলেছেন৷ আর দেবা বোস এতটাই হতাশ যে, তাঁর ধারণা, ‘‘বাংলাদেশ জীবনেও বিশ্বকাপ জিততে পারবেনা, ‘স্বপ্ন' স্বপ্নই থেকে যাবে৷'' আহমেদ হালদারেরও প্রায় একই মত৷ তিনি লিখেছেন, বাংলাদেশ কখনোই ‘ওয়ার্ল্ড কাপ' ঘরে আনতে পারবেনা৷

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হারগুলোকে ‘অপ্রত্যাশিত' বলছেন সানি লাবনিয়া৷ এজন্য তিনি ‘খুবই দুঃখ' পেয়েছেন বলে জানিয়েছেন৷

পাঠকবন্ধু সোমনাথ ব্যানার্জি টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যাওয়ায় বাংলাদেশের বন্ধুদের রসিকতা করতে ছাড়েননি৷ তিনি লিখেছেন, ‘‘আপনারা আর কান্নাকাটি করবেন না, একটা ওয়ার্ল্ড কাপ কিনে বাংলাদেশে পাঠিয়ে দেবো৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান