1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ: উত্তর কোরিয়া'র মাঠে নামাটাই হল আসল রোমাঞ্চ

১৫ জুন ২০১০

বিশ্বকাপ ফুটবলের আসল রোমাঞ্চ কোথায় জানেন? উত্তর কোরিয়া বিশ্বকাপে ফিরছে, ১৯৬৬ সালের পরে এই প্রথম৷ সেবার কিন্তু তারা কোয়ার্টার-ফাইনাল অবধি পৌঁছেছিল৷ এবার তাদের প্রথম খেলাই হল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/NrVS
রহস্যময় দল উত্তর কোরিয়া'ছবি: AP

তবে উত্তর কোরিয়ার প্লেয়ারদের ফিটনেস, গতি এবং মাটি-কামড়ে-থাকা ডিফেন্সের জন্য নাম আছে৷ ওদিকে ব্রাজিল কিন্তু এবারকার কোয়ালিফাইং'এও ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং বলিভিয়া'র মতো চুনোপুঁটিদের ডিফেন্স ভেদ করতে পারেনি৷ আমরা ধরে নিতে পারি যে ব্রাজিলকে যথেষ্ট ঘাম ছোটাতে হবে৷

এ কেমন বৈরী?

কিন্তু আমি শোনাতে চাই একটি পুরাতন বৈরীতার কাহিনী৷ ফ্রানৎস বেকেনবাউয়ার'কে জার্মানরা আদর করে ডাকে কাইজার বা সম্রাট৷ সেই ফুটবলের সম্রাট এবার ইংল্যান্ডের খেলা দেখে বলেছেন: ইংলিশ ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের উপযুক্ত নয়৷ ইংল্যান্ডের খেলা দেখে নাকি কাইজারের মনে হয়েছে, ইংল্যান্ড আবার কিক এ্যান্ড রাশ ফুটবলের প্রস্তরযুগে ফিরে গিয়েছে৷ বেকেনবাউয়ারের মতে প্রিমিয়ার লীগে যে এ্যাতো কম ইংলিশ খেলোয়াড়রা খেলে এবং ক্লাবগুলো সারা বিশ্ব থেকে উন্নততর খেলোয়াড় ভাড়া করে আনে - এটা হল তারই দাম৷

আমি যদি জন্ম নিতেম আদিদাসের যুগে

ইংল্যান্ডের পত্রপত্রিকাগুলো স্বভাবতই প্রতিবাদের ঝড় তুলেছে৷ তার মধ্যে একটি অভিযোগ হল, কাইজার জার্মানির হয়ে প্রচারযুদ্ধ চালাচ্ছেন৷ অন্যটি: ফিফা'র নতুন বল ‘জাবুলানি' যেহেতু আদিদাসের, অর্থাৎ একটি জার্মান কোম্পানির, সেহেতু জার্মান ক্লাবগুলো বিগত ছ'মাস ধরে সেটি পরীক্ষা করার সুযোগ পেয়েছে৷ আদিদাস বলছে, সে অফার সব দোশের ফুটবল সমিতিকেই দেওয়া হয়েছিল৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন