1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ উপলক্ষে ঢাকায় আসছেন ব্রায়ান অ্যাডামস

৮ ফেব্রুয়ারি ২০১১

আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী উপলক্ষে ঢাকায় আসছেন বলিউডের নামজাদা সব তারকারা৷ তবে তাদের বাইরে আরও এক বড় তারকার আগমন ঘটছে ঢাকাতে৷ তিনি ক্যানাডার বিখ্যাত রক তারকা ব্রায়ান অ্যাডামস৷

https://p.dw.com/p/10CeA
ব্রায়ান অ্যাডামস (ফাইল ছবি)ছবি: AP

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ এশিয়া সফর শুরু করতে যাচ্ছেন ১৫ বার গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন পাওয়া এই বিখ্যাত গায়ক৷ তার অংশ হিসেবে ভারত, বাংলাদেশ এবং পরে নেপাল সফর করবেন ‘সামার অব সিক্সটি নাইন’ খ্যাত এই গায়ক৷ জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় আসছেন ব্র্যায়ান অ্যাডামস৷ ১৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইবেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রক গায়ক৷ পরেরদিনও আরও একটি কনসার্টে অংশ নেবেন ৫১ বছর বয়সি ব্র্যায়ান অ্যাডামস৷ যদি তিনি আসেন তাহলে এবারের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষন যে ব্র্যায়ান অ্যাডামস তাতে কোন সন্দেহ নেই৷

জানা গেছে, ঢাকার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি ইএসপিএন টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে৷ আর এই অনুষ্ঠানে পশ্চিমা জগতের একমাত্র তারকা হতে যাচ্ছেন অ্যাডামস৷ তবে অ্যাডামস কেবল গান গাইবেন না পাশাপাশি তাঁর নিজ দেশকেও অনুপ্রাণিত করবেন৷ উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ক্যানাডাও অংশ নিচ্ছে৷ ব্র্যায়ান অ্যাডামস এর সর্বশেষ অ্যালবাম বেয়ার বোন্স বের হয়েছে কিছু দিন আগে৷ সেই অ্যালবামের নতুন গান ছাড়াও তাঁর জনপ্রিয় বেশ কয়েকটি গান এবার সরাসরি শোনার সুযোগ পাচ্ছেন ঢাকার দর্শকরা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য