1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেটের আসরে ইনজুরির তালিকা দীর্ঘ হচ্ছে

১০ ফেব্রুয়ারি ২০১১

কয়েকদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১৷ কিন্তু এরই মধ্যে বিভিন্ন দলের জন্য এসেছে দুঃসংবাদ৷ কারণ, দীর্ঘ হচ্ছে ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়দের তালিকা৷

https://p.dw.com/p/10F0y
অসি অধিনায়ক রিকি পন্টিং (ফাইল ছবি)ছবি: AP

যে কোন খেলায় ইনজুরি একটি বড় সমস্যা৷ চোট পাবার কারণে খেলতে না পারার কাহিনী আছে অনেক বড় বড় খেলোয়াড়েরই৷ আর ব্যথাজনিত কারণে খেলতে না পারাটা সত্যিই দুঃখের!

আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের এবারের আয়োজনে বিভিন্ন দলের ইনজুরি সমস্যার খবর আসছে একের পর এক৷ ইনজুরি আক্রান্তের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং, ভারতীয় খেলোয়াড় প্রাভীন কুমার, ইংল্যান্ড দলের ইয়ন মর্গেন, পাকিস্তান দলের সোহেল তানভীর, বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা, জিম্বাবোয়ের ওপেনিং ব্যাটসম্যান টিনো মাওয়ো ছাড়াও আরও অনেকে৷

ছিটকে পড়লেন তানভীর

পাকিস্তানের নির্ভরযোগ্য খেলোয়াড় সোহেল তানভীর বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন৷ হাঁটুর সমস্যার কারণে করা অপারেশনের পর সেরে উঠতে ব্যর্থ হওয়ায় দল থেকে ছিটকে পড়লেন তিনি৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিক্যাল প্যানেল বলেন, তাঁর শতভাগ সুস্থ হওয়ার জন্য আরো কিছু সময় প্রয়োজন৷ যার কারণে তাকে দলের বাইরে রাখার পরামর্শ দেয়া হয়েছে৷

ইংল্যান্ডও চিন্তায়

বিশ্বকাপে অংশ নিতে রওয়ানা হওয়ার আগেই ইংল্যান্ড তাদের ব্যাটসম্যান ইয়ন মর্গানকে হারালো৷ সেই একই কারণ, ইনজুরি৷ আঙ্গুল ভেঙ্গে যাওয়ার কারণে তিনি বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন৷

প্রাভীন কুমারের দুর্ভাগ্য

ইনজুরি প্রাভীন কুমারের বিশ্বকাপ খেলার স্বপ্নকে মলিন করে হাস্যোজ্জল করলো শ্রীশান্ত শর্মাকে৷ কনুইয়ের চোটের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে প্রভীনকে৷ মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রাভীনকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, প্রাভীনের এ ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শ্রীশান্ত শর্মা। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই কনুইয়ের চোটে ভুগছিলেন ২৪ বছর বয়সী পেসার প্রাভীন ৷

অস্ট্রেলিয়ায় ইনজুরি

এবারের বিশ্বকাপ ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়া নিজেদের দল ঘোষণা করেছে বেশ কয়েকদিন হল৷ কিন্তু নতুন করে দল গঠনে পুনঃপরিকল্পনার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন অসিরা৷ কারণ তাদের বর্তমান দলের বেশ কিছু খেলোয়াড় ভুগছে ইনজুরি সমস্যায়৷ এর মধ্যে স্বয়ং অধিনায়ক রিকি পন্টিংও রয়েছেন৷ তিনি ভুগছেন হাতের আঙ্গুলের চোটে৷ এছাড়া দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাইকেল হাসি হাঁটু ও নাথান হরিটজ কাঁধের সমস্যায় ভুগছেন৷

দেন হোয়াই অ্যাম আই প্র্যাকটিসিং?

এবারের বিশ্বকাপ আর খেলা হলো না নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত বিশ্বসেরা পেসার বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজার৷ তাঁর নিজের দাবি তিনি পুরোপুরি সুস্থ৷ আর প্রধান কোচ সিডন্সের দাবি ঠিক উল্টো৷ এরপরে গত দুই তিন দিন আগে প্রাকটিস গ্রাউন্ডে সিডন্সের প্রতি মাশরাফির প্রশ্ন ছিল. তুমি বলছো আমি ফিট নই, দেন হোয়াই অ্যাম আই প্র্যাকটিসিং? কিন্তু কোন সদুত্তর আসেনি প্রধান কোচের কাছ থেকে৷ ফলে বাংলাদেশ এবার খেলছে মাশরাফি ছাড়াই৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী