1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেট – ভালো খেলছে নেদারল্যান্ডস

২২ ফেব্রুয়ারি ২০১১

ভারতের নাগপুরে চলছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস এর মধ্যে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ৷ আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেন৷

https://p.dw.com/p/10LpP
ইংল্যন্ড দলের অধিনায়কের উচ্ছাসছবি: AP

এর আগে আরও দু'বার বিশ্বকাপেও নেদারল্যান্ডস এর বিরুদ্ধে খেলেছে ইংল্যান্ড৷ ১৯৯৬ এবং ২০০৩ – দু'বারের বিশ্বকাপেই নেদারল্যান্ডসকে হারায় ইংল্যান্ড৷ তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে ভালোই খেলছে ডাচরা৷ ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড শেষবার মুখোমুখি হয়েছিলো নেদারল্যান্ডস এর বিরুদ্ধে৷ সেইবার নেদারল্যান্ডস এর জয় এখনও ভুলে যায়নি ইংল্যান্ড৷ অন্যদিকে ডাচদের কাছে সেটা একটা প্রেরণা৷

বিশ্বকাপ খেলা উপলক্ষ্যে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা যখন ভারতে, তখন আজ তাদের কাছে দেশে ভয়াবহ ভূমিকম্পের খবর এলো৷ নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে এই ভূমিকম্পে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন৷ এই খবরে স্বাভাবিকভাবেই মর্মাহত নিউজিল্যান্ডের খেলোয়াড়রা৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'ও এই খবরে গভীর শোক প্রকাশ করেছে৷ হ্যামিশ বেনেট, ব্র্যান্ডন ম্যাককালাম ও কোচ জন রাইটসহ এই দলের বেশ কয়েকজনের সম্পর্ক রয়েছে ঐ শহরটির সঙ্গে৷ তবে এতে বিশ্বকাপে দেশটির খেলার দিনক্ষণে কোনো পরিবর্তন আসছেনা বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়ে দিয়েছে আইসিসি৷

শুক্রবার নাগপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার কথা নিউজিল্যান্ডের৷ নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল টুইটারে লিখেছেন,‘‘ভারতে বসে আমরা এই ভূমিকম্পের খবর পাই৷ ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা আবারও ঘটলো৷ তবে আশা করছি সবাই ভালো আছে৷'' উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে এই শহরটিতে বড় মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিলো৷ যদিও সেই ভূমিকম্পে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি৷

এদিকে গত রোববার নিজেদের প্রথম খেলায় কেনিয়াকে ১০ উইকেটে হারায় নিউজিল্যান্ড৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন