1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গলফ বিশ্বকাপ

৩ অক্টোবর ২০১৩

গলফ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান – খবরটা শোনার পর থেকেই তাঁর সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছিলাম৷ অবশেষে বুধবার কথা হয় সিদ্দিকুরের সঙ্গে৷ তখন তিনি তাইওয়ানে৷

https://p.dw.com/p/19syM
সিদ্দিকুর রহমানছবি: Getty Images

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত ‘রয়েল মেলবোর্ন গলফ ক্লাব'-এ নভেম্বরের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে৷ সেটাতে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি সিদ্দিকুর৷ বললেন, ‘‘খুবই এক্সাইটেড৷ এটা আসলে কখনও চিন্তাও করি নাই৷''

বল বয় থেকে বিশ্ব মঞ্চে

ছিলেন বল বয়৷ কুর্মিটোলা গলফ ক্লাবে শুরুতে ওটাই ছিল তাঁর পরিচয়৷ এরপর ১৯৯৯ সালে এক প্রতিযোগিতায় প্রথম হওয়া দিয়ে শুরু৷ এরপর একে একে বেশ কিছু সাফল্য ধরা দেয়া তাঁর কাছে৷ ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ‘এশিয়ান ট্যুর'-এর অন্তর্গত প্রতিযোগিতা ‘ব্রুনাই ওপেন' জিতে প্রথম সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিদ্দিকুর৷

বড় লোকের খেলা?

গলফ বড় লোকের খেলা– অনেকের এমন ধারনার সঙ্গে একমত পোষণ করেন সিদ্দিকুর৷ তিনি বলেন, গলফ খেলার জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলো ব্যয়বহুল৷ তাই গলফকে জনপ্রিয় করতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি৷ এক্ষেত্রে সরকারি গলফ কোর্স গড়ে তোলার পরামর্শ দেন সিদ্দিকুর৷ এতে করে সাধারণ মানুষের পক্ষে সেখানে যাওয়া ও খেলা সম্ভব হবে বলে তাঁর ধারনা৷ এর বাইরে, দেশের গলফ ক্লাবগুলোর উচিত মেধাবী তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণে এগিয়ে আসা৷ কুর্মিটোলা গলফ ক্লাব যেটা অনেকদিন থেকেই করে আসছে বলে জানান তিনি৷

বিশ্বকাপ খেলব, কখনো চিন্তাও করিনি: সিদ্দিকুর

টাইগার উডসের সঙ্গে দেখা

গলফ খেলতে গিয়ে অনেক বড় বড় খেলোয়াড়ের সঙ্গেই দেখা হয়েছে সিদ্দিকুরের৷ যেমন অ্যামেরিকায় গিয়ে দেখা পান বর্তমানে বিশ্বের এক নম্বর গলফ খেলোয়াড় টাইগার উডসের৷ এছাড়া দু'বছর আগে এক টুর্নামেন্টে তিনি সে সময়কার বিশ্বের এক নম্বর খেলোয়াড় লি ওয়েস্টউডকে প্রথম রাউন্ডে হারিয়ে দিয়েছিলেন৷ ‘‘আমি সৌভাগ্যবান ছিলাম যে তাঁর সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলাম৷ চার রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে আমি তাঁকে হারিয়েছিলাম৷ ওটা একটা স্মরণীয় ঘটনা ছিল বলতে পারেন৷''

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য