1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ দল ঘোষণা করল নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল

১১ মে ২০১০

বাকি ঠিক আর একমাস৷ জুনের এগারোয় শুরু হয়ে যাবে বিশ্বকাপ ফুটবল দক্ষিণ আফ্রিকায়৷ শোনা গেল অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, পর্তুগালের চূড়ান্ত দলের ঘোষণা৷ কিন্তু সার্বিয়া তাদের দল গোপন রাখতে চায়৷

https://p.dw.com/p/NLDx

শুরু হয়ে গেল কাউন্টডাউন৷ উল্টো গুনতি৷ ফুটবল দুনিয়ার সবচেয়ে উত্তেজক, সবথেকে উচ্চমানের আসর বিশ্বকাপের বাকি আর ঠিক একটা গোটা মাস৷ একমাস আগের বিশেষ বিশেষ খবর৷

১.পেপে খেলছেন পর্তুগালে, পোর্তুগিজ কোচ কার্লোস কেরোশের ঘোষণা করা ২৪ জনের জাতীয় দলে রয়েছে মহাস্টার রোনাল্ডো আর পেপের নাম৷ কেরোশের কথায়, চূড়ান্ত দল থেকে একজন বাদ যাবে৷ কিন্তু কে সেই হতভাগ্য? তার জন্য সময় লাগবে কয়েকটা দিন৷

২.বিশ্বকাপ দলের প্রাথমিক বাছাইতে ত্রিশজনের যে দল ঘোষণা করেছে নাইজেরিয়া, তাতে ব্রিটেন ভিত্তিক নাইজেরিয় স্ট্রাইকার মাইকেল জন ওবির নাম রয়েছে৷ আর আছে নাইজেরিয়ার জাতীয় তারকা নানকো কানুর নাম৷ নাইজেরিয়ার কোচ লার্স লাগারব্যাকের ঘোষণা, আপাতত ত্রিশজনের নাম আছে, কিন্তু মাসের শেষে চূড়ান্ত ২৩ জনের দল ঘোষিত হবে৷

৩.অস্ট্রেলিয়াও জানিয়ে দিল প্রাথমিক বাছাইয়ের ত্রিশজনের নাম৷ যে দলে অবশ্যই রয়েছেন হ্যারি কিউয়েল৷ এ মাসের শেষদিকে ডেনমার্ক আর নিউজিল্যান্ডের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচের পর বোঝা যাবে কোন তেইশজন খেলোয়াড় পৌঁছবেন চূড়ান্ত তালিকায়৷ ঘোষণা অস্ট্রেলিয় কোচ পিম ফ্যারবেকের৷

৪. উত্তর কোরিয়ার জাতীয় দলের আরও তিন খেলোয়াড়ের নাম ঘোষিত হল৷ ‘এশিয়ার ওয়েন রুনি' নামে পরিচিত ইয়ং তা-সি ছাড়াও এই নতুন সংযোজনে জাপানের লিগদল ওমিয়া আর্দিজা-র উত্তর কোরিয় মিডফিল্ডার আহন ইয়ং হাক আর রিয়ং ইয়ং গি ২০ মে উড়ে যাচ্ছেন সুইজারল্যান্ডে৷ কারণ সেখানেই উত্তর কোরিয়ার জাতীয় দলের প্রশিক্ষণ চলছে৷ টোকিওয় এ খবর জানিয়েছে উত্তর কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন৷

৫. শেষে একটা রহস্য রোমাঞ্চ মার্কা খবর৷ সার্বিয়ার কোচ রাডোমির আন্টিচ সোজা বলে দিয়েছেন, তাঁর বিশ্বকাপ দলে কে কে খেলছে, কে থাকবে কিংবা কে থাকবে না, সেসব তিনি সরাসরি জানাবেন ফিফাকে৷ মিডিয়াকে কিছুতেই নয়৷ সার্বিয়ার নামজাদা খেলাধূলার দৈনিক ‘স্পোর্টসকি জুর্নাই'-তে এক সাক্ষাত্কারে কোচ আন্টিচের দাবি, দলের তালিকা আগাম সকলে জেনে গেলে তাঁর ফুটবলারদের দক্ষতা নিয়ে প্রতিপক্ষরা শুরু করে দেবে গবেষণা৷ আর সেটা তিনি কিছুতেই চান না৷ সেজন্যই এত গোপনীয়তা৷

তাহলে কী এই বিশ্বকাপটা বেলগ্রেডে নিয়ে যেতে চাইছেন নাকি আন্টিচ? সে প্রশ্নের উত্তরেও তাঁর মুখে কুলুপ৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যপাধ্যায়

সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক