1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ নিয়ে জমজমাট টুইটার

১৯ জুন ২০১০

কেউ কেউ নিষিদ্ধ করলে কি হবে, বিশ্বকাপে জমজমাট অনলাইন আড্ডা চলছে টুইটারে৷ আর এতে আছেন ব্রাজিলের কাকা, আর্জেন্টিনার সের্গেই অ্যাগুয়েরো, এমনকি খোদ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারও৷

https://p.dw.com/p/NxR0
ছবি: twitter.com

‘আই লাভ ইউ' – টুইটারে এ বার্তা ঝুলছে কাকা'র এ্যাকাউন্টে৷ কাকে জানানো হলো, তা বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না? হ্যাঁ, স্ত্রী ক্যারোলিনের উদ্দেশ্যেই কাকা'র এ টুইট৷ তার আগেরই টুইটটিও ছিলো ক্যারোলিনের জন্যই৷ তাতে কাকা বলেছিলেন, ‘আমার জীবনের সবটুকু ভালোবাসা তুমি'৷

বিশ্বকাপ খেলতে গিয়ে দক্ষিণ আফ্রিকায়ই জন্মদিন পালন করতে হলো অ্যাগুয়েরোকে৷ তাই মারাদোনার এই মেয়ে-জামাইয়ের টুইট হচ্ছে, ‘‘জন্মদিন ভালোই কাটলো, তবে পরিবারের সদস্যদের অভাব বোধ করেছি৷'' কাকা, অ্যাগুয়েরো যখন টুইট করে চলেছেন, তখন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, তিনি সময় পাচ্ছেন না৷ কারণ তার এখন সবটুকু মনোযোগ প্র্যাকটিসে৷ দুর্ভাগ্য রোনালদো ভক্তদের৷

WM100615 Brasilien Nordkorea
ব্রাজিল দলের খেলোয়াড়রা রয়েছেন টুইটারেছবি: AP

২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগের অন্য সাইটগুলোর মতোই জনপ্রিয় হয়ে ওঠে টুইটার৷ এখানে মূলত মেসেজ আদান-প্রদানই চলে৷ আর এসব মেসেজকেই বলে টুইট৷ জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশনও আছে টুইটারে৷ প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর তারা টুইটে জানিয়ে দেয়, খেলোয়াড়দের অবস্থা কী, তারা কখন ঘুম থেকে উঠেছে, কখন প্র্যাকটিসে গেছে, ইত্যাকার সব বিষয়৷

তবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো সৌভাগ্যবান নয় বিশ্বকাপের সব দলের খেলোয়াড়রা৷ টুইটারে আপনি পাবেন না ওয়েন রুনি, ফ্রাংক ল্যাম্পার্ড কিংবা আরিয়ন রোবেনের মতো তারকাদের৷ কারণ ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের কোচ চান না, তাঁর শিষ্যদের মনোযোগের একটুও নড়চড় হোক৷ তাই টুইটার-ফেসবুক নিষিদ্ধ৷ একই কাজ করেছেন মেক্সিকো ও চিলির কোচও৷

তবে এতসবের মধ্যেও ফিফা প্রেসিডেন্ট ব্লাটার টুইট চালিয়ে যাচ্ছেন৷ তাঁর যুক্তি, বিশ্বকাপে এখন মেতে আছে গোটা বিশ্ব৷ আর সামাজিক যোগাযোগের এই সাইট কাজে লাগিয়ে ফুটবলপ্রেমীদের চাওয়া-পাওয়ার বিষয়গুলো জানা যায় অতি সহজে৷

ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে বিশ্বকাপ নিয়ে বিশেষ একটি সাইট চালু করেছে টুইটার৷ আর বিশ্বকাপ এরই মধ্যে তা টুইটার টপিকসের মধ্যে শীর্ষ ১০ এ চলে এসেছে৷ বার্তা আসছে অসংখ্য৷ তাই টুইটারে বিশ্বকাপের লিংকটি খুলতে যদি একটু দেরি না হয়, তবে নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন