1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবল: তারকারা কে কিরকম আছেন

১৯ মে ২০১০

ব্রাজিলের কাকা কি ফিট? আর্জেন্টিনার লিওনেল মেসি বলেছেন, তিনি দেশের জন্যও ক্লাবের মতোই ভালো খেলবেন৷ জার্মানির মিশায়েল বালাক বলেছেন, তরুণ খেলোয়াড়রা তাঁর জায়গা নেবে৷

https://p.dw.com/p/NRQj
রিকার্ডো ইজেকসন ডস সান্টোস লাইটে, ওরফে কাকা, সঙ্গে স্ত্রী ক্যারোলিন এবং পুত্র লুকাছবি: AP

কাকা'র এবার মাদ্রিদে সীজন ভালো কাটেনি৷ বিশেষ করে ছিল চোট লাগার ব্যাপারটা৷ মার্চ-এপ্রিলে ছ'সপ্তাহের জন্য বসে থাকতে হয়েছে৷ গত রবিবার লীগের খেলাতেও তাঁকে মালাগা'র খেলাটা বাদ দিতে হয়েছে৷ কারণ, হাঁটুর পিছন দিকের পেশিতন্তুতে টান৷ সব মিলিয়ে রিয়াল মাদ্রিদে তাঁর প্রথম মরশুমে কাকা তাঁর সেরা ফর্ম খুঁজে পাননি৷ তাঁর দলও চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর আগেই বিদায় নিয়েছে এবং গত শনিবার চরম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে লীগ খেতাব জিততে দেখেছে৷

কাকা কিন্তু মঙ্গলবার বলেছেন, তিনি বিশ্বকাপের জন্য একশো ভাগ ফিট থাকবেন৷ প্রথমে তিনি সাও পাওলো ফুটবল ক্লাবে চারদিন কাটাচ্ছেন শরীরটাকে আবার জুৎ করতে৷ তারপরে আছে শুক্রবার কুরিটিবা'য় জাতীয় দলের প্রথম প্রশিক্ষণ শিবির - অর্থাৎ বিশ্বকাপের প্রস্তুতি৷ ‘‘আমি সাও পাওলো'য় যাচ্ছি মূল্যায়নের জন্য৷ তারা আমার কন্ডিশন দেখবে, দেখবে আমার যেন কোনো সমস্যা না থাকে,'' বলেছেন কাকা৷ পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে আছে উত্তর কোরিয়া, আইভরি কোস্ট এবং পোর্তুগাল৷

Lionel Messi
লিওনেল মেসিছবি: AP

ক্লাব এবং দেশ

ওদিকে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি বুয়েনস এয়ারেস অভিমুখে উড়েছেন মারাদোনার কোচিং-এ আর্জেন্টিনার জাতীয় দলে তাঁর স্থান নেবার জন্য৷ এখানে সম্মিলিত প্রেস বাহিনীর সামনে তাঁকে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রশ্নটির মুখোমুখি হতে হয়েছে, সেটি হল: তিনি দেশের জন্য কি ঠিক তাঁর ক্লাব, অর্থাৎ বার্সেলোনার মতোই ভালো খেলবেন? আর্জেন্টিনার জার্সি ধারণটা তাঁর পক্ষে চাপ কিনা, এ' প্রশ্নের জবাবে মেসি বলেন, বার্সেলোনাতেও প্রত্যাশা কিছু কম ছিল না৷

আসল কথা হল, মেসি কিশোর বয়সে দেশ ছেড়ে স্পেনে যান বার্সেলোনায় যোগদান করতে৷ কাজেই স্বদেশের প্রতি তাঁর অনুভূতি, এমনকি আনুগত্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷ গত বছর আর্জেন্টিনা যখন বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে সচেষ্ট, তখন মেসি'র পারফর্মেন্স বিশেষ সুবিধাজনক হয়নি৷ মেসি গতকাল রিপোর্টারদের বলেছেন, তিনি মাঠেই এ'সব সন্দেহের জবাব দেবেন৷ বৃহস্পতিবার থেকে প্রশিক্ষণ শিবির৷ বিশ্বকাপের প্রথম পর্যায়ে গ্রুপ ‘বি'-তে আর্জেন্টিনাকে খেলতে হবে নাইজিরিয়া, দক্ষিণ কোরিয়া এবং গ্রিসের বিরুদ্ধে৷

বালাকের আশা না-বালাক জার্মান দলের নাবালকদের উপর

Superteaser NO FLASH Ballack fällt für die WM aus
মিশায়েল বালাকছবি: picture alliance/dpa

শনিবার চেলসি'র হয়ে পোর্টসমাউথের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালির গাঁটে চোট পেয়ে আগামী আট সপ্তাহের জন্য বসে গেলেন জার্মানির ক্যাপ্টেন মিশায়েল বালাক৷ এ'তে স্বদেশের মানুষ এমনই সন্ত্রস্ত এবং শোকগ্রস্ত যে তাদের সান্ত্বনা দেবার দায়িত্বও পড়েছে বালাকের কাঁধে৷ দলের কথাও ভাবতে হয়৷ তাই বিমানযোগে ইটালিতে দলের প্রশিক্ষণ শিবিরে গেছেন বালাক, শুধু তাঁর উপস্থিতিতে যেটুকু কাজ হয়, সেটুকু করতে৷ বলেছেন, ক্যাপ্টেন হঠাৎ বাদ পড়লে দলের অসুবিধা হয় বৈকি, আবার সেটা তাদের কাছে একটা প্রেরণাও বটে৷ একক খেলোয়াড়রা আরো তাড়াতাড়ি উন্নতি করবে, নিজের কাছ থেকে আরো বেশী প্রত্যাশা রাখবে৷ - অবশ্য সেটা পরের কথা, যখন জার্মানিকে গ্রুপ ‘ডি'-তে সার্বিয়া, অস্ট্রেলিয়া এবং ঘানা'র বিরুদ্ধে খেলতে হবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা