1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা: ২০১৮ রাশিয়ার, ২০২২ কাতারের

২ ডিসেম্বর ২০১০

জোর আলোচনা চলছিল বিশ্বকাপ ফুটবলের আগামী ২০১৮ এবং ২০২২ সালের আয়োজক দেশ কে হচ্ছে, তা নিয়ে৷ চলছিল উন্মুখ প্রতীক্ষা৷ সুইজারল্যান্ডের জুরিখে ভোটাভুটির রায় ঘোষণা করলেন ফিফা-প্রধান ইয়োজেফ ব্লাটার৷

https://p.dw.com/p/QONe
ফিফা-প্রধান ইয়োজেফ ব্লাটার ঘোষণা করছেন ভোটের ফলাফলছবি: AP

২০১৮ সালের আয়োজক দেশ নির্বাচিত হলো রাশিয়া আর ২০২২ সালের জন্য কাতার৷

দুই আসরের আয়োজক দেশ নির্ধারণে ২ ডিসেম্বর বিকেল বেলা ভোট দেন আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার ২২ জন নির্বাহী সদস্য৷

২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য আবেদন করে ইংল্যান্ড, রাশিয়া, স্পেন-পর্তুগাল ও বেলজিয়াম-নেদারল্যান্ডস৷ আর ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও কাতার৷

আজ জুরিখে ভোটাভুটির পর ২০১৮ সালের আসর আয়োজনের জন্য নির্বাচিত হল রাশিয়া এবং ২০২২ সালের জন্য তেল সমৃদ্ধ দেশ কাতার৷ অভিনন্দন রাশিয়া আর কাতারকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক