1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে বাদ ইডেন গার্ডেন

৩০ জানুয়ারি ২০১১

শেষ পর্যন্ত ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করলো আইসিসি৷ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে বাদই পড়ে গেল কোলকাতার ইডেন গার্ডেন৷ আর পশ্চিমবঙ্গের ক্রিকেট কর্তাদের দায়িত্বহীনতার মাশুল গুণতে হচ্ছে দর্শকদের৷

https://p.dw.com/p/107Hf
আইসিসির পরিদর্শক দল ইডেন গার্ডেন পরিদর্শন করেন দিন কয়েক আগেছবি: Prabhakar Mani Tiwari

ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী ভেন্যু হিসেবে পরিচিত ইডেন গার্ডেন৷ ইংল্যান্ডের লর্ডস, অস্ট্রেলিয়ার মেলবোর্নের মত ইডেন গার্ডেনেও খেলতে পারা যে কোন ক্রিকেটারের জন্য একটি দারুণ ব্যাপার৷ এবার বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ন ভারত বনাম ইল্যান্ডের ম্যাচটিও তাই বরাদ্দ রাখা হয়েছিল এই ভেন্যুর জন্য৷ কিন্তু কোলকাতার ক্রিকেট কর্মকর্তাদের ঢিলেমি আর দায়িত্বহীনতার কারণে ইডেন গার্ডেনে সেই ম্যাচ দেখার আশায় গুঁড়ে বালি৷ শুক্রবারই পশ্চিম বঙ্গের ক্রিকেট বোর্ডের পক্ষ হয়ে আইসিসিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই৷ কিন্তু তাদের সেই অনুরোধ রাখতে রাজি হয়নি আইসিসি৷ শনিবার আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লোরগাত স্পষ্টই জানিয়ে দিলেন, ইডেন গার্ডেন আগামী ২৭ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবে এমন কোন সম্ভাবনা তারা দেখছেন না৷ লোরগাত বলেন, আমরা ইতিমধ্যে বিসিসিআইকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিকল্প ভেন্যুর নাম জানানোর জন্য বলেছি৷ জানা গেছে, বিকল্প ভেন্যু হিসেবে বাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামের সম্ভাবনা রয়েছে৷

এদিকে ইডেন গার্ডেনের ব্যাপারে অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ায় স্বাভাবিকভাবে হতাশ হয়েছেন বিসিসিআই প্রধান শশাংক মনোহর৷ তবে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ যেহেতু আইসিসির টুর্নামেন্ট, তাই এই ব্যাপারে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত৷ পছন্দ না হলে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আইসিসির রয়েছে৷ মনোহর বলেন, আমরা সিএবির জন্য যতটুকু করার ততটুকু করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি৷ অন্যদিকে ভারত-ইংল্যান্ড ম্যাচ ছাড়াও আরও তিনটি ম্যাচ আয়োজনের কথা ছিল ইডেন গার্ডেনে৷ সেগুলো নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ পশ্চিমবঙ্গের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, মান বাঁচাতে হলে এখন বাকি তিনটা ম্যাচ যে কোন ভাবে ইডেন গার্ডেনে আয়োজনের জন্য আইসিসিকে রাজি করাতে হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম