বিশ্বকাপ সম্পর্কে পাঠানো মতামত | পাঠক ভাবনা | DW | 08.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বকাপ সম্পর্কে পাঠানো মতামত

‘‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল আর জার্মানি দুটো দেশকেই সমর্থন করি৷ এবার যেহেতু সেমিফাইনালে এই দুটো দেশ মুখোমুখি, তখন আমার সমর্থন থাকবে ব্রাজিলের দিকে৷ যদিও নেইমার আর সিলভা না থাকায় জার্মানি খানিকটা এগিয়ে৷’’

‘‘এই প্রসঙ্গে জার্মান দলের সহ-অধিনায়ক শোয়াইনস্টাইগারের বক্তব্য: ‘আমরা খুবই দুঃখিত যে নেইমার এই বিশ্বকাপে আর খেলতে পারবে না৷ আর উঁচু মাপের খেলোয়াড় মাঠে থাকাটা সবসময় ভালো' – ভীষণ ভালো লাগলো৷ এই কথার মধ্য দিয়ে জার্মান দল আসল খেলোয়াড়সুলভ মনোভাবেরই পরিচয় রাখলো৷ বিশ্বকাপের খেলার খবরের ভিড়ে কি ফেডেরারকে হারিয়ে জোকোভিচের উইম্বলডন খেতাব জয়ের খবর হারিয়ে গেল?''

- না বন্ধু, সেই খেলার খবরও কিন্তু আমরা দিয়েছি৷

‘‘আমার লেখা যখন বাংলা বিভাগের কাছে পৌঁছাবে ততক্ষণে এই নিয়ে প্রতিবেদন নিশ্চয়ই ওয়েবসাইটের পাতায় ভেসে উঠবে আশা করি৷ অনেক শুভেচ্ছা রইলো জার্মান দলের জন্য৷'' এভাবেই এই দীর্ঘ ই-মেলটি লিখেছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত থেকে৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন খুলনা থেকে বন্ধু রিয়াজ৷ তিনি লিখেছেন ঠিক এভাবে, ‘‘আমি ডয়চে ভেলের একজন শুভাকাঙ্ক্ষী৷ অনেকটা কৌতূহলী হয়ে লিখছি৷ আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ম্যাথেমেটিক্স বিভাগে এমএসসি-র ছাত্র৷ দীর্ঘদিন যাবৎ আপনাদের ওয়েবসাইটের নানা তথ্য পড়ি, বিভিন্ন কুইজে অংশ নিই৷ সত্যি কথা বলতে আপনাদের কুইজ, নিউজলেটার, ছবিঘর, ফেসবুকের বৈচিত্র্যময় খবরগুলো খুব ভালো লাগে৷ বলতে গেলে আমি জার্মানিকে মন থেকে ভালোবেসে ফেলেছি৷ যে কোনোভাবে জার্মানিতে খুব যেতে ইচ্ছে করে৷ হয় উচ্চশিক্ষা নিতে অথবা আপনাদের সাথে ডয়চে ভেলেতে কাজ করতে৷ কী ভাবে কী করব কিছু বুঝতে পারছিনা৷ এটার জন্য আমার কী কী যোগ্যতা প্রয়োজন দয়া করে পরামর্শ দেবেন৷''

- ধন্যবাদ ভাই রিয়াজ, আপনার আগ্রহের জন্য৷ জার্মানিতে পড়াশোনা করতে আগ্রহী এমন ছাত্রদের জন্য রয়েছে আমাদের ওয়েবসাইটে আলাদা পাতা৷ প্রথমে ‘বিষয়'-এ ক্লিক করলেই দেখতে পাবেন ‘জার্মানিতে উচ্চশিক্ষা'৷ সেখানে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানাসহ নানা তথ্য পাবেন৷ আমাদের বিশ্বাস, এই পাতাটি আপনি ভালো করে পড়লেই আপনার প্রশ্নের জবাবগুলো পেয়ে যাবেন৷


‘‘মাহে রমজানের শুভেচ্ছা নেবেন৷ আশা করি সবাই কুশলে আছেন৷ আপনাদের ওয়েবসাইট নিয়মিত উপভোগ করছি, বিভিন্ন তথ্য জানতে পারছি৷ আপনাদের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানাই৷ আপনাদের কাছে বিনীত অনুরোধ, মাহে রমজান সম্পর্কে প্রতিবেদন চাই৷ বিশ্বকাপ ফুটবলে জার্মান দলের অবস্থান ও অন্যান্য তথ্য জানতে চাই৷ সবাই ভালো থাকবেন এ প্রত্যাশায়, ডা. এস এম এ হান্নান, হরিপুর, পাবনা, বাংলাদেশ৷''

– গত সপ্তাহেই রমজান মাসের রোজা সম্পর্কে ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷ আগামীতে অবশ্যই আরো থাকবে৷ তাছাড়া প্রতিদিনই আমাদের ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে হরেক রকমের তথ্য থাকছে৷ থাকছে মজার মজার প্রতিবেদন থেকে শুরু করে বৈচিত্রময় অনেক ছবিঘর৷ আরো আয়োজন করা হয়েছে বিশেষ ধাঁধা ‘টম গেম কুইজ' প্রতিযোগিতা৷ এসব কিছুই কিন্তু আপনাদের জন্য৷

লেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ সবাই ভালো থাকুন আর ডয়চে ভেলের সাথে থাকুন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন