1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ১৯৭৫: প্রথম শিরোপার মালিক ওয়েস্ট ইন্ডিজ

৭ ফেব্রুয়ারি ২০১১

ওয়ানডে ক্রিকেটের প্রথম বিশ্বকাপের আসর বসে ১৯৭৫ সালে ইংল্যান্ডে৷ ক্রিকেট বিশ্বে তখন ছিল ক্যারিবিয়ান যুগ৷ আর তাই প্রথম বিশ্বকাপের শিরোপাটিও যায় ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের কাছে৷

https://p.dw.com/p/10CQ5
ওয়েস্ট ইন্ডিজের সেই দিন আর নেই (ফাইল ফটো)ছবি: AP

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া৷ অন্যদিকে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ৷ তখন ওয়ানডে খেলা হতো ৬০ ওভার করে৷ যাই হোক, ফাইনালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ৷ অধিনায়ক ক্লাইভ লয়েডের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা৷ লয়েডের ১০২ রানের ইনিংসে ছিল মোট ১২টি বাউন্ডারি এবং দুইটি ওভার বাউন্ডারি৷ জবাবে ব্যাট করতে নেমে ভিভ রিচার্ডসের দুর্দান্ত ফিল্ডিং এর সম্মুখীন হয় অসিরা৷ ২৩৩ রান তুলতেই নয় উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ এর মধ্যে চারটিই ছিল রান আউট৷ শেষ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন দুই অসি পেসার জেফ থমসন এবং ডেনিস লিলি৷ তবে ২৭৩ রানের মাথায় আরও একটি রান আউটের মধ্য দিয়ে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রতিরোধ৷