1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ১৯৭৯: ফাইনালে ‘অল আউট’ ইংল্যান্ড

৭ ফেব্রুয়ারি ২০১১

বিশ্ব ক্রিকেটে তখনও ক্যারিবীয় সূর্য আলো ছড়াচ্ছে৷ এবং তার মধ্যে দ্বিতীয় বিশ্বকাপটিও চলে গেল ক্লাইভ লয়েডের হাতে৷ তবে ফাইনালে এবার প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড৷

https://p.dw.com/p/10CQ0
বর্তমান ইংল্যান্ড দলের কয়েক খেলোয়াড় (ফাইল ফটো)ছবি: AP

এই বিশ্বকাপেও সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড৷ তবে ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা৷ অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে ওয়েস্ট ইন্ডিজ৷ ফাইনালে প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ৷ ভিভ রিচার্ডসের দুর্দান্ত সেঞ্চুরিতে খেলায় আধিপত্য ছিল ক্যারিবীয়দের৷ তবে রিচার্ডস ছাড়াও কোলিস কিং এর ইনিংসটিও ছিল মনে রাখার মতো৷ মাত্র ৬৬ বলে ৮৬ রান করে ইংলিশ বোলিং লাইন ধসিয়ে দেন কিং৷ তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং তিনটি ছক্কা৷ নয় উইকেটে ২৮৬ রান তোলে ক্যারিবীয় দল৷

জবাবে ইংলিশদের ওপেনিং জুটি টিঁকেছিল ১২৯ রানে৷ কিন্তু তারা এত ধীরে রান তোলে যে পরের ব্যাটসম্যানদের ওপর ভীষণ চাপ পড়ে যায়৷ এই অবস্থাতে ক্যারিবীয় বোলার জোয়েল গার্নার ভয়াবহ বোলিং শুরু করেন৷ মাত্র ৩৮ রানে ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যানকে আউট করেন তিনি৷ ফলে দুই উইকেটের ১৮৩ রান থেকে ইংল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ১৯৪ রানে৷