1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বব্যাপী বনভূমি ধ্বংসের পরিমাণ হ্রাস

২৭ মার্চ ২০১০

বিশ্বব্যাপী বনভূমি ধ্বংসের পরিমাণ হ্রাস পাচ্ছে৷ গত ১০ বছরেই পৃথিবী থেকে হারিয়ে গেছে ১ কোটি ৩০ লাখ হেক্টর বনভুমি৷ নব্বই এর দশকে বন হারিয়ে যাওয়া জমির পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ হেক্টর৷

https://p.dw.com/p/Mfx8
ফাইল ফটোছবি: UNI

মনুষ্যবসতি এবং কৃষিজমি নিশ্চিত করতেই ধ্বংস করা হচ্ছে সবুজের লীলাভূমি, জানিয়েছে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বা এফএও৷

এফএওর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বব্যাপী বন ধ্বংসের এই ঘটনা এখনও আশঙ্কাজনক৷ বিশ্বের প্রায় সবকটি দেশের উপর চালিত সমীক্ষার ভিত্তিতে এই প্রতিবেদনটি প্রণয়ন করা হয়৷ এ বিষয়ে এফওএর ফরেস্ট্রি বিভাগের পরিচালক এডুয়ার্ডো রজার্স জানান, আমরা এই প্রথমবারের মত এমন একটি সম্পূর্ণ চিত্র পেলাম, যেখানে দেখা গেছে জাতীয় এবং আন্তর্জাতিক নানা পদক্ষেপের কারণে বন ধ্বংসের পরিমাণ হ্রাস পেয়েছে৷ যদিও এর হার এখনও অনেক দেশে আশঙ্কাজনক রয়ে গেছে৷ তিনি আশা প্রকাশ করে বলেছেন, বন বাঁচাতে দেশগুলোকে আরও বেশি কাজ করতে হবে, গ্রহণ করতে হবে বাস্তবমুখী নানা প্রকল্প৷

এফওএর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় নব্বই এর দশকে যে হারে বন উজাড় হচ্ছিলো, এরপরের দশকে সেই হার অনেক কমে গেছে৷ চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামে বৃক্ষ রোপণ কর্মসূচি এবং নতুন নতুন জায়গায় বন সৃজনের মাধ্যমে ভিন্ন এক মাত্রা যোগ করেছে৷ এই আন্দোলনের ফলে বছরে প্রায় ৭০ লাখ হেক্টর নতুন বন সৃষ্টি হচ্ছে৷ ইউরোপের দেশগুলোও বন সৃজনের কাজে এগিয়ে যাচ্ছে সাফল্যের সঙ্গে৷

হিসাবে দেখা গেছে, বিশ্বব্যাপী বনভূমির পরিমাণ এখন প্রায় ৪০০ কোটি হোক্টর, যা কিনা পৃথিবীর মোট ভুমির ৩১ শতাংশ৷

গত এক দশকে সবচেয়ে বেশি বনভূমি হারিয়েছে দক্ষিণ অ্যামেরিকা এবং আফ্রিকার দেশগুলো৷ এর পরিমাণ প্রায় ৭ দশমিক ৪ মিলিয়ন হেক্টর৷ এশিয়ার দেশগুলোতে কমেছে ২ দশমিক ২ মিলিয়ন হেক্টর বনভূমি৷

বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র ৬ শতাংশ৷ পরিসংখ্যান মতে, মাথাপিছু বনভূমির পরিমাণ দশমিক ০২২ হেক্টর, চল্লিশ বছর আগে ছিল দশমিক ০৩৫ ভাগ৷বন বিভাগের মাস্টার প্লান অনুযায়ী ১৯৮১-৯০ সাল পর্যন্ত মোট বনভূমি ধ্বংসের হার ছিল ৩.৩ শতাংশ৷ বাংলাদেশে বন্য পশুপাখিদের এক অভায়ারণ্যের পুনর্বনায়নের জন্য যুক্তরাষ্ট্র এবং জার্মানি ১৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক