1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের চোখ আজ জার্মান নির্বাচনের দিকে

৯ জুন ২০১৭

আগামী সেপ্টেম্বরে জার্মানিতে সাধারণ নির্বাচন৷ এই নির্বাচনের দিকে দৃষ্টি রয়েছে সারা বিশ্বের৷ কেন সুনির্দিষ্টভাবে এই নির্বাচন এতোটা গুরুত্বপূর্ণ, ডয়চে ভেলে কিভাবে এটাকে কাভার করবে– প্রধান সম্পাদক এ বিষয়টি ব্যাখ্যা করেছেন৷

https://p.dw.com/p/2eNHH
Deutschland Reichstag
ছবি: picture-alliance/R. Goldmann

আজ বিশ্বের নজর যেভাবে জার্মানির দিকে, তা বোধহয় আগে কখনও দেখা যায়নি৷ অধিকাংশ মানুষই দেশটির প্রশংসা করেন, উৎসাহ দেন৷ কেউ কেউ ঈর্ষার সঙ্গে বিস্ময় মিশিয়ে ভাবেন, দেশটি কিভাবে এতো সব সমস্যা এবং চ্যালেঞ্জের মধ্যেও তার স্থিতিশীলতা বজায় রেখে চলেছে৷ ইউরোপের কেন্দ্রস্থলে জার্মানির এই উত্থান অনেককে ভীতও করে৷
আবার জার্মানি ও আঙ্গেলা ম্যার্কেলকে ইউরোপীয় ইউনিয়নের শেষ ভরসা বলে মনে করেন অনেকে৷  অপরদিকে জার্মানি নিজের রপ্তানি ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ইউরোপে আধিপত্য বিস্তার করছে, এ অভিযোগও শোনা যায়৷

দেশ-কাল-পাত্র অনুযায়ী বিশ্বের বিভিন্ন স্থানে জার্মানিকে ভিন্ন চোখে দেখা হয়৷ ১০ লাখ উদ্বাস্তুকে আশ্রয় দেয়াকে অনেকে উদারতা হিসাবে দেখেন৷ অনেকে আবার জার্মানি ‘খ্রিষ্টান-ইউরোপ’-এর পতনের কারণ হচ্ছে, বলে অভিযোগ করেন৷ জার্মানিকে কেন্দ্র করে বহির্বিশ্বের ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অনুভূতির কথা স্মরণে রেখে ডয়চে ভেলে আগামী নির্বাচনী প্রচারণাকে পর্যবেক্ষণ করতে চলেছে৷

২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জার্মানিতে সংসদীয় নির্বাচন৷ জার্মানির আন্তর্জাতিক ব্রডকাস্টার হিসেবে আমরা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে আরো বেশি দৃষ্টি দিতে চাই৷ জার্মানির বর্তমান অবস্থার পিছনে মূল ভূমিকা কার? যে সব জার্মান দেশের বর্তমান অবস্থায় তুষ্ট, তাদের সন্তুষ্টির কারণ কি? আবার যারা জার্মানি আর তাদের সেই চিরপরিচিত স্বদেশ বলে মনে করেন না, তাদের ভয়ভীতির উৎসই বা কি? জার্মানি কি সত্যিই অভিবাসীদের দেশ হতে প্রস্তুত? অথবা রাজনীতি আর জনমত যে একই দিকে অঙ্গুলিনির্দেশ করছে না, ডানপন্থিদের নির্বাচনী সাফল্য কি তারই প্রমাণ?

এছাড়া আমরা জার্মানির অর্থনৈতিক সাফল্যের কারণ ব্যাখ্যা করবো৷ দেশটির শিক্ষা ব্যবস্থা কিভাবে চলে, কোন দিক থেকে সেটা অন্যদের থেকে ভিন্ন– সেটা বলবো৷ আমরা জার্মানির রাজনীতিবিদদের প্রোফাইল দেবো৷ যেমন, আঙ্গেলা ম্যার্কেল, যিনি বিশ্বের প্রখ্যাততম ব্যক্তিত্বদের মধ্যে গণ্য৷ চতুর্থবারের জন্য চ্যান্সেলর পদপ্রার্থী হচ্ছেন ম্যার্কেল৷

এই সব রাজনীতিকদের কাছ থেকে আমরা কী আশা করতে পারি? তারা কোন ধরণের বৈদেশিক নীতি গ্রহণ করতে পারেন? ন্যাটো এবং অপরাপর জোট ঠিক কতোটা গুরুত্বপূর্ণ? কে উন্নয়নকে সমর্থন করেন আর কে সামরিক ব্যয়কে? ইউরোপীয় ইউনিয়নে জার্মানির ভূমিকাকে তারা কিভাবে দেখেন?

আমাদের সঙ্গে কথা বলুন: জার্মানি কী?

আমরা যা কিছুই করি না কেন, সেটা আপনাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে করতে চাই৷ আমাদের পাঠক, দর্শক, শ্রোতা – সকলের সঙ্গে৷ #askDW হ্যাশট্যাগের মাধ্যমে প্রশ্ন করলে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা আমাদের প্রতিনিধিরা তার জবাব খুঁজে দেবেন৷

ইনেস পোল, ডয়চে ভেলে
ইনেস পোল, ডয়চে ভেলে

আপনার কোন বিষয়ে কৌতূহল, তা আমরা জানতে চাই৷ কিভাবে আমরা বিভিন্ন ইস্যুকে ব্যাখ্যা করতে পারি– এ বিষয়ে আপনার চিন্তা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কেও আমরা জানতে চাই৷

প্রাক-নির্বাচনি প্রচারণা পর্বে আমরা পৃথিবীর ৩০টি ভাষায় আলাপ-আলোচনার সার্বক্ষণিক মঞ্চ হতে চাই৷ জার্মানি কী? নিরাপত্তা ইস্যুতে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে জার্মানির কোন ভূমিকায় থাকা উচিত? নির্বাচিত সরকারের কাছে আপনার প্রত্যাশা কী? কী আপনার আশঙ্কা? জার্মানদের মধ্যে সাধারণত কোন ধরণের সামর্থ্য অথবা দুর্বলতা দেখেন আপনি?
টুইটার, ফেসবুক, টিভি এবং ওয়েবসাইটে আপনি #জার্মানিরসিদ্ধান্ত হ্যাশট্যাগ পাবেন৷ আপনার প্রশ্ন ও মতামত শোনার আশা করছি আমরা৷ রিপোর্টার এবং সম্পাদকীয় বিভাগের কর্মীদের নিয়ে বন ও বার্লিন কেন্দ্রিক আমাদের বৈশ্বিক নেটওয়ার্ক জার্মানিতে কী হচ্ছে, নির্বাচনের ইস্যুগুলো কী কী – সে সব জানাবে৷ আজ থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত৷

ইনেস পোল/এসএন

জার্মানির রাজনৈতিক দল নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখুন নীচের ঘরে৷ আমরা উত্তর দেবো...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান