1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের বৃহত্তম দুই অতিকায় পাম্প চলেছে জাপানে

৮ এপ্রিল ২০১১

বিশ্বের বৃহত্তম দুখানা কংক্রিট পাম্পকে জাপানের সংকট কাটাতে অ্যামেরিকা থেকে নিয়ে যাওয়া হচ্ছে ফুকুশিমা দাইচিতে৷ রুশ বিমানে চড়ে সেই দুই পাম্প এখন জাপানের দিকে চলেছে৷

https://p.dw.com/p/10pg4
পেল্লাই এক পাম্পকে বিমানে তোলা হচ্ছেছবি: picture alliance/dpa

১৯০,০০০ পাউন্ড৷ একেকটা পাম্পের ওজন৷ এই দু'টি পাম্প দৈত্য তাদের পাইপের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জল তো বটেই, ভাঙাচোরা কংক্রিটের ডেব্রিসও তুলে আনতে পারে এক লহমায়৷ এবং একেকবারে প্রচুর পরিমাণে৷ পাম্পদু'টি ভগ্নস্তুপের ২২৭ ফিট গভীরে নামতে সক্ষম৷ সেখান থেকে তারা ধ্বংসস্তুপ পরিষ্কার করতে দ্রুত সাহায্য করতে পারবে৷ এই মুহূর্তে জাপানের যা একান্তই প্রয়োজন৷

আর তাই আটলান্টা থেকে অতিকায় চেহারার রুশ মালবাহী বিমানে চড়ে এই দুই দৈত্যাকৃতি পাম্প এখন জাপানযাত্রী৷ যে সংস্থাটি এই পেল্লাই পাম্প তৈরি করে সেই পুতজমাইস্টার সংস্থার তরফে তাদের মুখপাত্রী মারি রবার্টস জানিয়েছেন, গোটা দুনিয়ায় এরকম ক্ষমতাশালী পাম্প আছে মোট তিনখানা৷ গত মার্চের ভূমিকম্প এবং সুনামির পর জাপানের প্রধানমন্ত্রী ত্রাণের কাজে গতি আনতে তাই দু'খানা পাম্প অবিলম্বে সেদেশে পাঠাতে বরাত দিয়েছেন৷

জাপানের যা পরিস্থিতি তাতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি পরিস্কার করতে এবং অন্যান্য কাজের সাহায্য করতে এই দুই অতিকায় পাম্পের এখন খুবই প্রয়োজন৷ এদের সাহায্য বিশেষ কাজে আসবে, সন্দেহ নেই তাতে৷ বলেছেন বিশেষজ্ঞরাও৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জান্নাতুল ফেরদৌস