1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের ৩০তম বৃহত্তম অর্থনীতি হবে বাংলাদেশ: শেখ হাসিনা

৭ ডিসেম্বর ২০১০

দুই দশকের মধ্যে বাংলাদেশকে বিশ্বের ৩০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করার কর্মকৌশল ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ঢাকায় এক সেমিনাকে এ কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷

https://p.dw.com/p/QRfQ
বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে চান প্রধানমন্ত্রীছবি: Picture-alliance/dpa

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা জাতিসংঘ বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতির দেশ হিসেবে গণ্য করছে৷ পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে৷ চলছে ২০ বছরের উন্নয়ন মহাপরিকল্পনা তৈরির কাজ৷ এই সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় হবে ৬ হাজার ডলার৷ ২০৩০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ আয়োজিত সেমিনারের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন৷

চার দলীয় জোট সরকারের দুর্নীতির পরিস্থিতি উৎরিয়ে বর্তমান সরকার উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু করেছে তাতে ব্যাবসায়ীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী৷ তিনি ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার আহ্বান জানান৷

প্রধানমন্ত্রী জানান, আগামি গ্রীষ্ম মৌসুমের আগেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে৷ পদ্মা সেতু নির্মাণের পর যে অর্থনেতিক সম্ভাবনা তেরি হবে তার জন্য তিনি ব্যাবসায়ীদের প্রস্তুত থাকতে বলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক