‘বিশ্বের ৪০শতাংশ বাল্যবিবাহ হয় ভারতে' | পাঠক ভাবনা | DW | 17.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিশ্বের ৪০শতাংশ বাল্যবিবাহ হয় ভারতে'

এ বিষয়ে প্রতিবেদনটি পড়লাম৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ বিশ্লেষণধর্মী এমন প্রতিবেদন উপহার দেবার জন্য৷ একথা লিখেছেন ঢাকার গুলশান থেকে বন্ধু বিধান চন্দ্র টিকাদার৷

অন্বেষণ-এর ১৭ নম্বর পর্বে মহাকাশ দখলের প্রতিযোগিতা ও মহাকাশচারীদের সম্মেলন নিয়ে রিপোর্ট থেকে জানতে পারলাম আমাদের মহাকাশ অনেক বিপদে আছে৷ সবাই মহাকাশে কী করছে তা জানা যাচ্ছে না৷ ১৮ নম্বর পর্বে লুপ্তপ্রায় আওয়া উপজাতি নিয়ে পরিবেশনা শুনে একটু খারাপ লাগলো৷ ভাল লাগলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সবুজ স্কুল নিয়ে রিপোর্ট৷ এবং ২০ নম্বর পর্বে ভিড় থেকে সৃষ্ট চাপ এড়ানোর কৌশল নিয়ে রিপোর্ট বেশ চমত্‍কার হয়েছে৷ পরিবেশ বাঁচিয়ে রেখে কাঠের বাদ্যযন্ত্র তৈরি ও কমলার রস তৈরি আরো ভাল লেগেছে৷

২১তম পর্বে আলু থেকে প্লাস্টিক সামগ্রী তৈরি নিয়ে পরিবেশনা খুব ভাল লাগলো৷ তবে এটা করলে আলুর দাম বেড়ে যাবে ও আলুর সংকট দেখা দিবে এতে কোন সন্দেহ নাই৷ ভাল লাগলো হাড়ের জন্য জেল তৈরি নিয়ে রিপোর্ট৷ এর ফলে ঐ রোগের রোগীদের কষ্ট কমবে৷ আমার প্রিয় স্পোর্টস হচ্ছে ওয়াটার স্পোর্টস যা এ পর্ব থেকে বিস্তারিত জানতে পারলাম৷

আমি অন্বেষণ অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক শ্রোতা৷ আমি অন্বেষণ অনুষ্ঠান মন দিয়ে দেখি কারণ আমি পরিবেশ ও বিজ্ঞান পছন্দ করি৷ অন্বেষণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ ও বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়৷ ফলে আমি অনেক অজানা তথ্য জানতে পারি৷

তসলিম উদ্দিন রকেট, শিক্ষক, মরসুলা গার্লস হাই সকুল, নওগাঁ, বাংলাদেশ থেকে লিখেছেন৷

– ধন্যবাদ বন্ধুদের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন