1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোলা মারা গেল

২৭ নভেম্বর ২০১৫

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো সাফারি পার্কে গিয়ে দর্শনার্থীরা মন খারাপ করে ফিরছেন৷ কয়েকদিন আগেই ৪১ বছর বয়সে মারা গেছে ‘নোলা'৷ গণ্ডারদের মাঝে নোলা ছিল সবচেয়ে বড় তারকা৷ তার বিদায়ে মন খারাপ তো হবেই৷

https://p.dw.com/p/1HDhL
Nabire Northern White Rhino
ছবি: picture-alliance/dpa/CTK Photo/D. Tanecek

যেনতেন প্রজাতির গণ্ডার ছিলনা নোলা৷ নর্দার্ন হোয়াইট প্রজাতির গণ্ডার প্রায় বিলুপ্ত৷ সারা বিশ্বেই মাত্র চারটি ছিল৷ নোলা চলে যাওয়ায় নর্দার্ন হোয়াইট পরিবারে মাত্র তিন সদস্য রইল৷

গত ১৩ই নভেম্বর ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছিল৷ পশ্চাদদেশে একটি ফোঁড়া হয়েছিল৷ সেটা কেটে ফেলার পর আর বেশিদিন বাঁচল না নোলা৷

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো চিড়িয়াখানার সাফারিপার্ক নোলাকে কিন্তু তারকার মর্যাদাই দিয়েছে৷ খুব ঘটা করে চিরবিদায় জানানো হয়েছে পুরো জীবন এই সাফারি পার্কে কাটানো গণ্ডার-তারকা৷ তাই নোলা-কে নিয়ে প্রকাশ করা হয়েছে বিশেষ ভিডিও৷

এসিবি/এসবি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য