1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বে সংরক্ষিত তথ্যের পরিমাণ ২৯৫ এক্সাবাইট

১৩ ফেব্রুয়ারি ২০১১

পৃথিবীতে কী পরিমাণ তথ্য আছে জানতে চান? বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, সব তথ্য ধারণ করতে যতগুলো বই প্রয়োজন সেগুলো দিয়ে পুরো চীনকে ১৩ স্তরে ঢেকে দেয়া যাবে!

https://p.dw.com/p/10GXg
ছবি: AP

আর তথ্যগুলো যদি সিডিতে ঢুকিয়ে রাখা যায় তাহলে ঐ সিডিগুলো একটার উপর আরেকটা রাখলে উচ্চতা চাঁদকে ছাড়িয়ে যাবে!

গবেষণাটি ‘সায়েন্স' নামক জার্নালে প্রকাশিত হয়েছে৷ ১৯৮৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত তথ্যের হিসেব করা হয়েছে গবেষণাতে৷

বর্তমানে যে হার্ড ড্রাইভ পাওয়া যায় তথ্যগুলো সংরক্ষণ করতে সেরকম ১২০ কোটি হার্ড ড্রাইভের প্রয়োজন হবে৷ এককের হিসেবে তথ্যের পরিমাণ ২৯৫ ‘এক্সাবাইট'৷ এক এক্সাবাইট মানে হলো ১০০ কোটি গিগাবাইট৷

সাধারণ হিসেবে কিলোবাইটের পর আসে মেগাবাইট, তারপর গিগাবাইট৷ এরপর ক্রমান্বয়ে টেরাবাইট ও পেটাবাইট পেরিয়ে আসে এক্সাবাইটের হিসাব৷

গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয় ২০০০ সালে ৭৫ ভাগ তথ্য জমা থাকতো অ্যানালগ সিস্টেমে৷ অর্থাৎ মাত্র ২৫ ভাগ তথ্য সংরক্ষিত হতো ডিজিটাল সিস্টেমে৷ ২০০৭ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ শতাংশে৷

প্রতিবেদনে ২০০২ সালকে ডিজিটাল যুগ শুরুর বর্ষ হিসেবে ধরা হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা